আইপিএল-এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌরভ, একনজরে সেরা ১০

সমালোচকদের একহাত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর দাবি, অনেক ক্লাব থেকেই প্রস্তাব ছিল কিন্তু তিনি নিজে আল-নাসরের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাঞ্চস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিছেদ করে সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর মতো একজন ফুটবলার সৌদি আরবের ক্লাবে সই করায় অনেকেই বলতে শুরু করেছেন, কেরিয়ারেরে শেষদিকে অর্থের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন 'সি আর সেভেন'। অনেকের আবার দাবি, ইউরোপের কোনও ক্লাবের হয়ে খেলার সুযোগ না পাওয়াতেই আল-নাসরে সই করতে বাধ্য হয়েছেন রোনাল্ডো। এই পর্তুগিজ তারকা অবশ্য সাংবাদিক বৈঠকে নিন্দুকদের জবাব দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘অনেকেই নানা মন্তব্য করে কিন্তু তারা ফুটবলের কিছুই জানে না। গত ১০-১৫ বছরে ফুটবল বদলে গিয়েছে। এখন সব দলই তৈরি। এবারের বিশ্বকাপেই দেখা গিয়েছে চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে একমাত্র সৌদি আরব। দক্ষিণ কোরিয়া, আফ্রিকার দলগুলি চমকে দিয়েছে। সৌদি আরবে এসে আমার কেরিয়ার শেষ হচ্ছে না। লোকে কী বলল তাতে আমার কিছু যায়-আসে না। আমি নিজে যেটা ঠিক মনে করেছি সেই সিদ্ধান্ত নিয়েছি।’

চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে ফিরলেন ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলকেও ওডিআই সিরিজের দলে ফেরানো হয়েছে। 

Latest Videos

বিস্তারিত দেখুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ রানে জয় পেল ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬২ রান করে ভারত। জবাবে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অভিষেক ম্যাচে নজর কাড়লেন শিবম মাভি।

বিস্তারিত দেখুন-

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন শিবম মাভি। ২৪ বছরের এই পেসার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ভারতীয় দলের জয়ে তাঁর বড় অবদান থাকল।

বিস্তারিত দেখুন-

সঞ্জু স্যামসনের অনুরাগীরা সবসময়ই দাবি করেন, কেরালার এই উইকেটকিপার-ব্যাটারকে জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না। কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পেয়ে মাত্র ৫ রান করলেন তিনি। ফিল্ডিংও যথেষ্ট খারাপ করেছেন স্যামসন।

বিস্তারিত দেখুন-

আগামী আইপিএল-এর আগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে ফিরছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। এর আগেও তিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। বিসিসিআই সভাপতি হওয়ায় সেই পদ ছাড়তে হয়েছিল। এখন ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত না থাকায় ফের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গান গাইলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি শপিং মলে সেই গান প্রকাশ্যে এল। সৌরভ ও ঊষা এই অনুষ্ঠানে ছিলেন। ঊষা জানিয়েছেন, সৌরভকে নিয়ে গান গাইতে পেরে তিনি খুশি।

বিস্তারিত দেখুন-

দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার। ঋষভের দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেছেন সৌরভ। 

বিস্তারিত দেখুন-

এবারের বিশ্বকাপ ফাইনালকেই তাঁর দেখা সেরা ফুটবল ম্যাচ বলে উল্লেখ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপের পারফরম্যান্সে মুগ্ধ। তবে একইসঙ্গে লিওনেল মেসি কেরিয়ারের শেষপর্বে বিশ্বকাপ জেতায় খুশি সৌরভ। 

বিস্তারিত দেখুন-

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। তিনি পেলের কফিনের সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন, এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ফিফা প্রেসিডেন্টের এই আচরণের নিন্দা করছেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today