Commonwealth Chess Championship 2025: কমনওয়েলথ দাবা অনূর্ধ্ব-১২ বিভাগে চ্যাম্পিয়ন হলেন দিভি বিজেশ

Published : Nov 18, 2025, 01:35 AM IST
Commonwealth Chess Championship 2025: কমনওয়েলথ দাবা অনূর্ধ্ব-১২ বিভাগে চ্যাম্পিয়ন হলেন দিভি বিজেশ

সংক্ষিপ্ত

Commonwealth Chess Championship 2025: মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর অনূর্ধ্ব-১২ মহিলা বিভাগে দিভি বিজেশ সেরার শিরোপা ছিনিয়ে এনেছেন। 

Commonwealth Chess Championship 2025: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর অনূর্ধ্ব-১২ মহিলা বিভাগে জয়ী হয়েছেন ভারতের দিভি বিজেশ (divi bijesh chess games)। ৯-১৬ নভেম্বর পর্যন্ত, মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নয়টি রাউন্ডে ৯-এর মধ্যে ৮.৫ স্কোর করে দিভি প্রথম স্থান অর্জন করেছেন (commonwealth chess championship 2025 chess results)। 

দিভির এই সাফল্য ভারতীয় তরুণ দাবাড়ুদের জন্য অত্যন্ত গর্বের

বয়সসীমা অনুযায়ী, অনূর্ধ্ব-১০ একজন দাবাড়ু হওয়া সত্ত্বেও দিভি দুর্দান্ত পারফর্ম করেছেন। মোট ১৩টি বিভাগে আয়োজিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ, আদতে কমনওয়েলথ দেশগুলির শীর্ষস্থানীয় খেলোয়াড় এবং গ্র্যান্ডমাস্টারদের নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। দিভির এই সাফল্য ভারতীয় তরুণ দাবাড়ুদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়।

চলতি ২০২৫ সালে, দিভি ওয়ার্ল্ড কাপ অনূর্ধ্ব-১০ গার্লস চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড ক্যাডেট র‍্যাপিড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড ক্যাডেট ব্লিটজ ভাইস-চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড স্কুলস চেস ভাইস-চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে ফেলেছেন ইতিমধ্যেই। ৭৫টিরও বেশি পদক জিতে দিভি কেরালার সবচেয়ে কমবয়সী ওম্যান ক্যান্ডিডেট মাস্টার (WCM) হয়েছেন। ভারতের প্রথম অনূর্ধ্ব-১০ গার্লস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও দিভির ঝুলিতে রয়েছে।

একাধিক খেতাব দিভি বিজেশের দখলে

দিভির বাবা বিজেশ জানিয়েছেন, "সিনিয়র বিভাগের খেলোয়াড়দের মুখোমুখি হয়েও আত্মবিশ্বাসের সঙ্গে খেলে দিভি এই সাফল্য অর্জন করেছে এবং তার প্রতিটি সাফল্য আমাদের জন্য ভীষণ গর্বের একটা বিষয়।'' 

অপরদিকে, দিভির কথায়, ''জেতার পর আমি খুব খুশি এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। আমার পাশে সসবময় থাকার জন্য বাবা-মা এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই। দিভি তিরুবনন্তপুরমের অ্যালান ফেল্ডম্যান পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তাঁর বাবা হলেন বিজেশ, মা প্রভা এবং ভাই: দেবনাথ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড