গ্র্যান্ড স্ল্যাম, অলিম্পিক্স, ডেভিস কাপ জিতে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন, তৈরি হচ্ছে তাভিশ পাহওয়া

Published : Nov 05, 2025, 03:27 PM IST
Tavish Pahwa

সংক্ষিপ্ত

Tavish Pahwa: এই মুহূর্তে যুব পর্যায়ে দেশের অন্যতম সেরা সিঙ্গলস টেনিস খেলোয়াড় ফরিদাবাদের ছেলে তাভিশ পাহওয়া। এই কিশোর অনেক বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। বিশ্বসেরা হয়ে ওঠা এবং দেশকে সম্মান এনে দেওয়াই তাভিশের লক্ষ্য।

DID YOU KNOW ?
জাতীয় চ্যাম্পিয়ন তাভিশ
বয়সভিত্তিক চারটি বিভাগে সিঙ্গলসে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে তাভিশ পাহওয়া।

Tennis News: বড় হওয়ার স্বপ্ন দেখতে হলে ছোটবেলা থেকেই তৈরি হতে হয়। ফরিদাবাদের (Faridabad) শিব নাদার স্কুলের (Shiv Nadar School) দশম শ্রেণির ছাত্র তাভিশ পাহওয়া (Tavish Pahwa) ছোটবেলা থেকেই বড় টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নপূরণের পথে এগিয়েও চলেছে। সম্প্রতি নয়াদিল্লিতে (New Delhi) অনুষ্ঠিত ফেনেস্তা ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫-তে (Fenesta Open National Championship 2025) অনূর্ধ্ব-১৮ ছেলেদের বিভাগে সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে তাভিশ। ইতিমধ্যেই সে বয়সভিত্তিক চার বিভাগে সিঙ্গলসে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। এবার সিনিয়র পর্যায়ে সাফল্য পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে এই কিশোর। এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাভিশ জানিয়েছে, বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হয়ে ওঠা, গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জয়, অলিম্পিক্স (Olympics) জেতা, এশিয়ান গেমসে সোনা জেতা (Asian Gold Medal) এবং ডেভিস কাপ (Davis Cup) জয়ী ভারতীয় দলের সদস্য হওয়াই তার লক্ষ্য। এই স্বপ্নপূরণের জন্য সে পরিশ্রম করে চলেছে।

ছোটবেলা থেকে খেলা শুরু

তাভিশ জানিয়েছে, ‘আমার যখন চার বছর বয়স ছিল তখন টেনিস খেলা শুরু করি। আমার বাবা ও দাদা টেনিস খেলতেন। ওদের দেখেই টেনিস খেলা শুরু করি। শুরু থেকেই আমার টেনিস ভালো লাগত। আমি ভারতকে টেনিসে বিশ্বের সেরা দেশগুলির অন্যতম করে তোলার স্বপ্ন দেখি। বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়া, গ্র্যান্ড স্ল্যাম জেতা, অলিম্পিক্স জেতা, এশিয়ান গেমসে সোনা জয় এবং ডেভিস কাপজয়ী দলের সদস্য হওয়াই আমার স্বপ্ন। আমি সেই স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম করছি। দেশের সেরা জুনিয়র টেনিস খেলোয়াড় হয়ে ওঠার পর আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। আমি ঠিক পথেই এগোচ্ছি। এবার আন্তর্জাতিক স্তরে একইরকম সাফল্য পেতে চাই। আমার স্কুল সাহায্য করছে। আমি ইউরোপে (Europe) অনুশীলন করছি। ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করছি। দক্ষতাও বাড়ানোর চেষ্টা করছি।’

পরিবারের সাহায্য গুরুত্বপূর্ণ

তাভিশ আরও জানিয়েছে, ‘আমি পরিবারের সবার কাছ থেকে সাহায্য পাচ্ছি। শুধু মানসিকভাবে পাশে থাকাই নয়, খেলার ক্ষেত্রেও সবহরকমভাবে সাহায্য করছে পরিবার। যে কোনও তরুণ অ্যাথলিটের জন্য পরিবারের সাহায্য ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শৃঙ্খলা, মনোযোগ, ঠিক সময়ে কাজ করা, যোগাযোগ রাখা ও কথা বলা, মানসিকভাবে শক্তিশালী থাকা শেখায়।’

উন্নতি করাই লক্ষ্য তাভিশের

খেলার বিষয়ে তাভিশ জানিয়েছে, ‘কোর্টে তৎপরতা ও খেলার বৈচিত্র আমার সম্পদ। আমি সারা কোর্ট জুড়ে খেলি এবং বল ঠিক জায়গায় রাখতে পারি। সার্ভিসে উন্নতির চেষ্টা করছি। শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে চাই। আমার আদর্শ নোভাক জকোভিচ (Novak Djokovic)।’ টেনিসের পাশাপাশি ফুটবল ও ক্রিকেট ভালোবাসে তাভিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হয়ে ওঠার লক্ষ্যে তাভিশ।
অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বের সেরা হয়ে ওঠার স্বপ্ন দেখছে ফরিদারাবাদের দশম শ্রেণির ছাত্র তাভিশ পাহওয়া।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড