সদ্য জন্মদিন কাটিয়েছেন, কানাডা ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

Published : Jul 07, 2023, 03:55 PM ISTUpdated : Jul 07, 2023, 04:28 PM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সফল খেলোয়াড় পিভি সিন্ধু। অলিম্পিক্স, বিশ্ব চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা। তিনি আরও সাফল্যের লক্ষ্যে।

সদ্য ২৮ বছর পূর্ণ করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। ১৯৯৫ সালের ৫ জুলাই তাঁর জন্ম হয়। আন্তর্জাতিক স্তরে দেশকে অনেক সাফল্য, সম্মান এনে দিয়েছেন এই শাটলার। আগামী বছর প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ই তাঁর লক্ষ্য। ২৮ বছর পূর্ণ করার পর সোশ্যাল মিডিয়া পোস্টে সিন্ধু লিখেছেন, ‘ওয়াও, আমার পক্ষে বিশ্বাস করা কঠিন যে আমি সরকারিভাবে ২৮ বছর বয়সি হয়ে গেলাম! গত এক দশকে আমি যতটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, সেটা ভাবতে গেলে ঠিক বিশ্বাস হয় না। বিশেষ করে আমার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি। সময় উড়ে চলে যায়। অনেক সাফল্য অর্জন করেছি এবং অগনিত স্মরণীয় মুহূর্তও রয়েছে। আমার জীবনে একটি জিনিসের কোনও বদল হয়নি, একটানা চলেই যাচ্ছে। সেটা হল মূল্যবোধ। আমি অসাধারণ কিছু বন্ধু ও পরিবারের লোকজনের প্রতি কৃতজ্ঞ। তাঁরা সবসময় আমার পাশে থেকেছেন। আমি কারও নাম করছি না। যাদের কথা বলছি তারা জানে। যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। সবার আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ।’

২৮ বছর পূর্ণ করার পরেই কানাডা ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন সিন্ধু। জাপানের নাৎসুকি নিদাইরার বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু। এবার তাঁর লড়াই ২০২২ সালে ইন্দোনেশিয়া মাস্টার্স টুর্নামেন্ট চ্যাম্পিয়ন চিনের গাও ফ্যাং জি-র বিরুদ্ধে। এ বছর চিনকে এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা পালন করেন গাও। ফলে সিন্ধুর লড়াই সহজ হবে না। 

 

 

সিন্ধুর পাশাপাশি কানাডা ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের অন্যতম সেরা পুরুষ শাটলার লক্ষ্য সেন। প্রি-কোয়ার্টার ফাইনালে মাত্র ৩১ মিনিটের মধ্যেই ব্রাজিলের ইগর কোয়েলহোকে হারিয়ে দিয়েছেন লক্ষ্য। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৫, ২১-১১। কোয়ার্টার ফাইনালে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্যর সামনে এবার বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগি। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভারতের অন্যতম সেরা পুরুষ শাটলারের।

তবে সিন্ধু ও লক্ষ্য কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও, প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছে ভারতের পুরুষদের জুটি কৃষ্ণপ্রসাদ গারাগা ও বিষ্ণুবর্ধন গৌড় পাঞ্জালা। তাঁরা এই টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই এবং বিশ্বের ৭ নম্বর জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্দ্রা সেতিয়াওয়ানের কাছে হেরে গিয়েছেন। ভারতীয় জুটির বিপক্ষে ম্যাচের ফল ৯-২১, ১১-২১।

আরও পড়ুন-

৫০ বছর বয়স অবধি খেলে যেতে চান, জানালেন ৫ বারের উইম্বলনডন চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস

তিরন্দাজি বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে সোনা অভিষেক ভার্মার, উচ্ছ্বসিত ক্রীড়ামহল

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!