সম্পূর্ণ ফিট হননি, বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম প্রত্যাহার সিন্ধুর

চোটের জন্য এ বছরের অনেকটা সময় কোর্টের বাইরেই কাটাতে হল পিভি সিন্ধুকে। আগামী বছরের আগে তিনি কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন।

ফিটনেস সংক্রান্ত সমস্যায় ভুগছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। তাঁর বাঁ গোড়ালিতে চোট রয়েছে। এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি তিনি। সেই কারণে বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম প্রত্যাহার করে নিলেন এই শাটলার। ১৪ ডিসেম্বর থেকে চিনের গুয়াংঝাউতে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। ২০১৮ সালে এই প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বছরের আগস্টে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন সিন্ধু। সেই প্রতিযোগিতাতেই চোট পান তিনি। সেই চোট এখনও ভোগাচ্ছে তাঁকে। এই শাটলারের বাবা পিভি রামানা বলেছেন, 'সিন্ধু যাতে নতুন মরসুমের আগে সম্পূর্ণ ফিট হয়ে ওঠে, সেটা নিশ্চিত করার জন্য চিকিৎসক ওকে কোর্টে ফেরার জন্য আরও কিছুটা সময় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সিন্ধু বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলবে কি না, সে ব্যাপারে অনেক আলোচনা করেছে। কিন্তু গুয়াংঝাউতে অনেক বিধিনিষেধ রয়েছে। তাছাড়া নতুন মরসুমের কথাও ভাবতে হচ্ছে। সেই কারণেই সিন্ধু এই সিদ্ধান্ত নিয়েছে। ও দু'সপ্তাহ আগে থাকতেই অনুশীলন শুরু করে দিয়েছে। আশা করি জানুয়ারির মধ্যেই ও সম্পূর্ণ ফিট হয়ে যাবে। এই সব কারণেই ও ভারতীয় ব্যাডমিন্টন সংস্থাকে ই মেল করে ওর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।'

সিন্ধুর বাবা আরও জানিয়েছেন, 'আগামী বছর এশিয়ান গেমস আছে। এছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও রয়েছে। সেই কারণে সিন্ধুর সম্পূর্ণ ফিট থাকা জরুরি। ওকে ২২টি টুর্নামেন্টে খেলতে হবে, যা খুব কঠিন। সেই কারণে ও সতর্ক আছে।'

Latest Videos

সিন্ধু বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হিসেবে থাকলেন শুধু এইচ এস প্রণয়। তিনি এখন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন। ভারতের অপর এক পুরুষ শাটলার কিদম্বী শ্রীকান্তেরও এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করার সুযোগ আছে। মঙ্গলবার থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৩০০। শ্রীকান্ত যদি এই প্রতিযোগিতায় ভাল ফল করতে পারেন, তাহলে তিনিও বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের যোগ্যতা অর্জন করতে পারেন।

ব্যাডমিন্টন সংস্থাকে সিন্ধু জানিয়েছেন, 'আমার মনে হচ্ছে, এখনও চোট সম্পূর্ণ সারেনি। তবে আমি অনুশীলন শুরু করেছি। আশা করি খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে যাব। আগামী অলিম্পিক্সে প্যারিসে সোনা জেতাই আমার লক্ষ্য। তার জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।'

আরও পড়ুন-

বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পাক ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে অনুষ্ঠান সানিয়া-শোয়েবের!

এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪ সোনা ভারতের, সাফল্য লাভলিনা বর্গোহাইনের

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM