ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট সানিয়া মির্জার, শোয়েব নেই তাতে,তবে কি এবার সত্যিই বিচ্ছেদের পথে শোয়েব সোনিয়া? জানুন

Published : Nov 12, 2022, 03:14 AM IST
sania mirza

সংক্ষিপ্ত

শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার সম্পর্ক নিয়ে রোজই কোনও না কোনও নতুন কাহিনি প্রকাশ্যে আসছে।এর মাঝেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন সানিয়া।

বাজারে এখন শোয়েব সোনিয়া গুঞ্জন। শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার সম্পর্ক নিয়ে রোজই কোনও না কোনও নতুন কাহিনি প্রকাশ্যে আসছে। প্রতিদিনই বাড়ছে জল্পনা। কিন্তু আনুষ্ঠানিক ভাবে মুখ খুলছেন না কেউই । সোয়েব সোনিয়ার ইনস্টাগ্রাম পোস্ট নিয়েও রীতিমতো চলছে নানারকম বিচার বিশ্লেষণ। তাদের একসঙ্গে ছবি না ছাড়াকেও অনেকেই তাদের বিচ্ছেদের পূর্ব ইঙ্গিত হিসেবে দেখেছেন। নানারকম নানাভাবে দুয়ে দুয়ে চার মেলানো হলেও কোথাও পুরো বিষয়টি ভাল ভাবে বোঝা যাচ্ছে না এখনো । এর মাঝেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন সানিয়া। সেখানে শোয়েবের কোনও নামগন্ধ নেই। প্রশ্ন উঠেছে যে তাঁরা কি তাহলে একসঙ্গে আর থাকছেন না?

সানিয়া একটি বাগানে নিজের ছবি পোস্ট করেছেন। লাল টিশার্ট এবং কালো ট্রাউজার পরা সানিয়াকে দেখে মনে হয়েছে, শারীরিক কসরত করার ফাঁকেই তিনি ছবিটি তুলেছেন। কোথাকার ছবি তা অবশ্য লেখা নেই। ছবির ক্যাপশনেও সানিয়া কিছু লেখেননি। শুধু দু’টি গাছ এবং একটি হৃদয়ের ‘ইমোজি’ দিয়েছেন। ছবি পোস্ট করার পর থেকে সেটি ১.৬ লক্ষ ‘লাইক’ পেয়েছে।সেই ছবির মন্তব্য বাক্সে অনুরাগীরা বার বারই বলেছেন, ‘আশা করি শোয়েবের সঙ্গে আপনার বিচ্ছেদের খবর মিথ্যা ।” আর এক জন লিখেছেন, “আমরা চাই না আপনাদের বিচ্ছেদ হোক। দয়া করে গুজবের উত্তর দিন।”

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, “ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।” ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাঁকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, “যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।”

তার আগের দিন ফেসবুকে লম্বা একটি পোস্ট করেন সানিয়ার বাবা ইমরান মির্জা। তিনি লেখেন, “গত কয়েক দিন ধরে আমাদের জীবনের একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনা হচ্ছে, যাতে আমি এবং আমার পরিবার বিধ্বস্ত। অর্ধেক সত্যের দ্বারা তৈরি হওয়া আমাদের জীবনের একটি বিষয়কে নিয়ে অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে বিরক্ত করছেন এবং একের পর এক প্রশ্নের দ্বারা উত্ত্যক্ত করছেন। শোয়েব মালিক এবং সানিয়া মির্জা গত ১২ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছে। বাকিদের মতোই ওদের জীবনেও ওঠানামা রয়েছে। টম, ডিক, হ্যারির মতো কিছু কিছু ব্যক্তি সেটাকে নিয়ে উত্তেজক কাহিনি তৈরির করার চেষ্টা করছে, যা আমরা কোনও মতেই সমর্থন করি না।”

ইমরান আরও লেখেন, “জীবনের সব উত্তর হ্যাঁ বা না-তে হয় না। ক্রীড়াজগতে ওরা দু’জনেই আদর্শ। পরিবারের কথা মাথায় না রেখে নিজেদের গোটা জীবন উৎসর্গ করে দিয়েছে দেশকে গর্বিত করতে। ওরা অন্তত আরও বেশি সমীহ প্রত্যাশা করে। এখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ চলছে! দয়া করে নিজেদের দেশকে সমর্থন করার দিকে মনোযোগ দিন!”

আরও পড়ুন

বিলকিস বানোর ধর্ষকদের 'সংস্কারি ব্রাহ্মণ' আখ্যা, তবু ভোট পেরোতে সেই বিধায়ক চন্দ্রসিংহ রাউলজি ভরসা বিজেপির

রাস্তার পাশে মাইকে চলা গানের ছন্দে কোমর দোলালেন জম্যাটো বয় ,তার নাচের এই ভিডিও নজর কাড়লো নেটদুনিয়ায়

ডানপন্থীদের চোখরাঙানিতে শো বন্ধ বেঙ্গালুরুতে, বীর দাসকে কলকাতায় আমন্ত্রণ জানাল তৃণমূল

 

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?