এবার নীরজ চোপরার সোনা জয়ে বাধা সৃষ্টির চেষ্টার অভিযোগ চিনা অফিসিয়ালদের বিরুদ্ধে। দুই ভারতীয় জ্যাভলারকে ইচ্ছাকৃতভাবে টেকনিক্যাল সমস্যার শিকার হওয়ার দাবি।
এশিয়ান গেমস ঘিরে থামছে না বিতর্ক। জ্যোতি বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিতর্কের কেন্দ্রে সোনা জয়ী নীরজ চোপরা। এ-র আগে অভিযোগ উঠেছিল জ্যোতি ইয়াররাজির ফোকাস নষ্ট করার চেষ্টা করছে এশিয়ান গেমস অফিসিয়ালরা। এবার নীরজ চোপরার সোনা জয়ে বাধা সৃষ্টির চেষ্টার অভিযোগ চিনা অফিসিয়ালদের বিরুদ্ধে। দুই ভারতীয় জ্যাভলারকে ইচ্ছাকৃতভাবে টেকনিক্যাল সমস্যার শিকার হওয়ার দাবি। সূত্রের খবর ইতিমধ্যেই ভারতীয় দলের পক্ষ থেকে অফিসিয়ালি অভিযোগ দায়ের করার কথা জানানো হয়েছে। তাঁদের অভিযোগ চিনা অফিসিয়ালরা ইচ্ছাকৃতভাবেই নীরজ চোপরার থ্রো বাতিল করেছিলেন।
এদিন নীরজের প্রথম থ্রো ৯০ মিটারের কাছাকাছি ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। শেষপর্যন্ত বিচারকরা বলেন, ফের থ্রো করতে হবে নীরজকে। এই থ্রো হয় ৮২.৩৮ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে উন্নতি করেন নীরজ। এই থ্রো হয় ৮৪.৪৯ মিটারের। তৃতীয় থ্রো ফাউল করেন নীরজ। চতুর্থ থ্রোয়ে কিশোরকে টপকে শীর্ষে চলে যান নীরজ। তাঁর চতুর্থ থ্রো হয় ৮০.৮০ মিটারের। ষষ্ঠ থ্রো ফাউল হয়।
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। ৫ বছর পর হাংঝাউয়ে সেই খেতাব ধরে রাখলেন নীরজ চোপড়া। কিশোর জেনার সঙ্গে দুর্দান্ত লড়াই হলেও, শেষপর্যন্ত সতীর্থকে টেক্কা দিলেন নীরজ। তিনি সোনা জিতলেন, কিশোর পেলেন রুপো। একই ইভেন্টে দুই ভারতীয়র পদক দেশের সম্মান বাড়াল। ৮৮.৮৮ মিটার থ্রো করে সোনা জিতলেন নীরজ। ৮৭.৫৪ মিটার থ্রো করে রুপো পেলেন কিশোর। একসময় নীরজকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন কিশোর। কিন্তু দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটান নীরজ। তিনি এখনও ৯০ মিটার থ্রো করতে পারেননি ঠিকই, কিন্তু ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন। এবার নীরজের লক্ষ্যে আগামী বছরের প্যারিস অলিম্পিক্স।