প্যারিস মাস্টার্সেই শেষ, পেশাদার টেনিসে আর খেলবেন না রোহন বোপান্না

Published : Nov 01, 2025, 04:00 PM ISTUpdated : Nov 01, 2025, 04:12 PM IST
Rohan Bopanna

সংক্ষিপ্ত

Rohan Bopanna: সিঙ্গলসে তেমন সাফল্য না পেলেও, ডাবলস ও মিক্সড-ডাবলসে সাফল্য পেয়েছেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। তিনি একাধিকবার গ্র্যান্ড স্ল্যামও (Grand Slam) জিতেছেন। তিনি এবার পেশাদার টেনিস থেকে সরে গেলেন।

DID YOU KNOW ?
বয়স্কতম চ্যাম্পিয়ন
বয়স্কতম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস চ্যাম্পিয়ন হন রোহন বোপান্না।

Rohan Bopanna Retirement: পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অন্যতম তারকা রোহন বোপান্না। তিনি শনিবার অবসরের কথা ঘোষণা করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদার টেনিস খেলার পর এবার অবসর ঘোষণা করলেন এই তারকা। কাজাকস্তানের (Kazakhstan) টেনিস খেলোয়াড় আলেকজান্ডার বাবলিকের (Alexander Bublik) সঙ্গে জুটি বেঁধে প্যারিস মাস্টার্স ১০০০ (Paris Masters 1000) টুর্নামেন্টে খেলার পরেই অবসর নিলেন বোপান্না। তাঁরা এই টুর্নামেন্টে রাউন্ড অফ ৩২ পর্যায় থেকেই বিদায় নেন। অস্ট্রেলিয়ার (Australia) জন পিয়ার্স (John Peers) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (America) জেমস ট্রেসির (James Tracy) বিরুদ্ধে হেরে যান বোপান্না-বাবলিক। তাঁদের বিরুদ্ধে ম্যাচের ফল ৭-৫, ২-৬, ৮-১০। এই হারের পরেই বোপান্না সিদ্ধান্ত নিলেন, তিনি আর পেশাদার টেনিসে খেলবেন না।

ভারতীয়দের মধ্যে অন্যতম সফল বোপান্না

মাত্র কয়েকজন ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জিতেছেন। তাঁদের অন্যতম বোপান্না। তিনি ২০১৭ সালে কানাডার (Canada) গ্যাব্রিয়েলা ডাবরোউস্কির (Gabriela Dabrowski) সঙ্গে জুটি বেঁধে ফ্রেঞ্চ ওপেনে (French Open) মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হন। এরপর ২০২৪ সালে অস্ট্রেলিয়ার (Australia) ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হন বোপান্না। তিনি ৪৩ বছর বয়সে ডাবলস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান। তিনি ডেভিস কাপ (Davis Cup), অলিম্পিক্সেও (Olympic Games) খেলেছেন।

৪ বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হার বোপান্নার

মোট ছয়বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেছেন বোপান্না। এর মধ্যে দু'বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং চারবার হেরে গিয়েছেন। ২০২৩ সালে ইউএস ওপেনের (US Open) ফাইনালে হেরে যায় বোপান্না-এবডেন জুটি। ২০১৮ সালে হাঙ্গেরির (Hungary) টিমিয়া বাবোসের (Timea Babos) সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস ফাইনালে হেরে যান বোপান্না। ২০২৩ সালে তিনি সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস ফাইনালে পৌঁছেও হেরে যান। ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেনে মিক্সড ডাবলস ফাইনালে হেরে যায় বোপান্না-ডাবরোউস্কি জুটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন রোহন বোপান্না।
একবার মিক্সড-ডাবলস ও একবার ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন রোহন বোপান্না।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড