সংক্ষিপ্ত

এবারের অলিম্পিক্সে বিশাল দল পাঠাচ্ছে ভারত। টোকিও অলিম্পিক্সের চেয়েও এবার ভালো ফলের আশায় সারা দেশ। ভারতীয় ক্রীড়াবিদরা প্যারিস অলিম্পিক্সে ভালো ফলের আশা জাগাচ্ছেন।

প্যারিস অলিম্পিক্সে টেনিসে ভারতের হয়ে পুরুষ ডাবলসে খেলবেন রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজি। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। এখন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে বোপান্না। ফলে তিনি প্যারিস অলিম্পিক্সে সঙ্গী বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। বালাজিকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বোপান্না। এখন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে বালাজি। তিনি অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করছেন বোপান্না। প্যারিস অলিম্পিক্সে ভারতের পুরুষ ডাবলস দলের কোচ হিসেবে থাকবেন বালাচন্দ্রন মণিক্কাথ। ফিজিও হিসেবে থাকবেন রেবেকা ভি ওরশেজেন। টেনিসে পুরুষ ডাবলস দল পদক জিততে পারবে বলে আশা করছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।

প্রথমবার বালাজির সঙ্গে জুটি বেঁধে অলিম্পিক্সে বোপান্না

এর আগে কোনওদিন অলিম্পিক্সে বালাজির সঙ্গে জুটি বেঁধে খেলেননি বোপান্না। এবারই প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেনে মুখোমুখি হন বোপান্না-বালাজি। ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামেন বোপান্না। অন্যদিকে, মিগুয়েল রেয়িস-ভ্যারেলার সঙ্গে জুটি বেঁধে খেলেন বালাজি। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ৩ সেটের লডা়ইয়ে বালাজিদের বিরুদ্ধে প্রথম সেটে হেরে পিছিয়ে পড়লেও, শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেন বোপান্নারা। তাঁদের পক্ষে ম্যাচের ফল হয় ৬-৭ (২-৭), ৬-৩, ৭-৬ (১০-৮)। রোলা গাঁরোয় ৭ নম্বর কোর্টে ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে জয় পান বোপান্নারা। তাঁরা জয় পেলেও, দুর্দান্ত লড়াই করেন বালাজিরা। এই কারণেই সঙ্গী হিসেবে বালাজিকে বেছে নিয়েছেন বোপান্না

 

 

প্যারিস অলিম্পিক্সে টেনিসে পদক পাবে ভারত?

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে পুরুষদের টেনিসে সিঙ্গলসে ব্রোঞ্জ পান লিয়েন্ডার পেজ। এরপর অবশ্য তিনি আর সিঙ্গলস বা ডাবলসে পদক পাননি। মহেশ ভূপতি, সানিয়া মির্জাও অলিম্পিক্সে পদক পাননি। এবার পদক জয়ের আশায় বোপান্নারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Olympic Games Paris 2024: প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিক্সে নিশান্ত দেব

Olympics 2024: অলিম্পিক্সে মিক্সড ম্যারাথন রেস ওয়াকিং রিলের যোগ্যতা অর্জন প্রিয়াঙ্কা-অক্ষদীপের

Olympic Games Paris 2024: অলিম্পিক্সে ফুটবল প্রতিযোগিতার সময় জঙ্গি হামলার ছক বানচাল