Malaysia Open 2026 Super 1000: গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু (PV Sindhu)। তবে এবার তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন।
KNOW
PV Sindhu: চোটের জন্য চার মাস কোর্ট থেকে দূরে সরে থাকা পি ভি সিন্ধুর পক্ষে শাপে বর হয়েছে। বেশ কিছুদিন পর ব্যাডমিন্টনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা। মালয়েশিয়া ওপেনের (Malaysia Open 2026 Super 1000) সেমি-ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সফলতম মহিলা শাটলার। পাঁচ বছর পর কোনও সুপার ১০০০ টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছলেন সিন্ধু। তিনি ফিটনেস ও মানসিক শক্তির উপর জোর দিচ্ছেন। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (2028 Summer Olympics Los Angeles) খেলাই সিন্ধুর লক্ষ্য। অলিম্পিক্সের এখনও প্রায় আড়াই বছর বাকি। ফিটনেস ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছর ধরে চোটে ভুগতে হচ্ছে এই শাটলারকে। তবে এবার তিনি চোটমুক্ত থাকার চেষ্টা করছেন।
প্রথম গেম জিতেই সেমি-ফাইনালে সিন্ধু
শুক্রবার কোয়ার্টার-ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন তৃতীয় বাছাই জাপানি (Japanese) শাটলার আকানে ইয়ামাগুচি (Akane Yamaguchi)। তিনি হাঁটুর চোট নিয়েই এই টুর্নামেন্টে যোগ দেন। এই জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে সহজেই ২১-১১ জয় পান সিন্ধু। এর কিছুক্ষণের মধ্যেই চোটের জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন ইয়ামাগুচি। ফলে সেমি-ফাইনালে পৌঁছে যান সিন্ধু। শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদী (Hyderabadi) শাটলারের প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই চিনা (Chinese) শাটলার ওয়াং জিয়ি (Wang Zhiyi)। এই প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচবার খেলে দু'বার জয় পেয়েছেন সিন্ধু। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে (2025 BWF World Championships) শেষবার এই দুই শাটলারের সাক্ষাৎ হয়েছিল। সেই লড়াইয়ে ২১-১৯, ২১-১৫ ফলে জয় পান সিন্ধু।
শরীরের যত্ন নিচ্ছেন সিন্ধু
সিন্ধু বলেছেন, ‘আমাদের শরীর মন্দিরের মতো। শরীরের যত্ন নিতে হবে। আশা করি ফিট থাকতে পারব এবং নিজের সেরাটা দিতে পারব। আমি আরও কয়েক বছর খেলতে চাই। একজন অ্যাথলিটের চোটমুক্ত থাকা জরুরি। একমাত্র তাহলেই কোর্টে নেমে ১০০ শতাংশ দেওয়া যায়। মানসিকভাবেও শক্তিশালী থাকতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


