
The Next Set: মহিলা অ্যাথলিটদের সাহায্য করার জন্য এবার নতুন উদ্যোগ নিলেন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) চ্যাম্পিয়ন এই প্রাক্তন খেলোয়াড় যে উদ্যোগ নিয়েছেন, তার নাম 'দ্য নেক্সট সেট'। এই উদ্যোগের মাধ্যমে মহিলা অ্যাথলিটদের কেরিয়ার গড়তে সাহায্য করা, তাঁদের উপযুক্ত কাঠামো দেওয়া, যে মহিলা অ্যাথলিটরা ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে লড়াই করছেন তাঁদের প্রয়োজনীয় পেশাগত সাহায্য করার মতো কাজ করবেন সানিয়া। তাঁর উদ্দেশ্যে হল, প্রতিশ্রুতিবান অ্যাথলিটদের জন্য উপযুক্ত ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করে প্রতিভা ও পারফরম্যান্সের মধ্যে সেতুবন্ধন করা। অনেক প্রতিভাবান খেলোয়াড়ই উপযুক্ত পরিকাঠামো, সাহায্য বা পরিবেশ না পেয়ে নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন না। এই প্রতিভার অপচয় রুখতে চাইছেন সানিয়া।
সানিয়র নতুন উদ্যোগ শুরু হচ্ছে টেনিসের মধ্যে দিয়ে। উঠতি খেলোয়াড়দের জন্য কোচ, ফিজিওথেরাপিস্ট, ফিটনেস ট্রেনারের ব্যবস্থা করে দেওয়া হবে। তাঁরা সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে সবসময় থাকবেন। অনুশীলনের পাশাপাশি টুর্নামেন্ট চলাকালীনও সাহায্য করবেন। সানিয়ার মতে, এর ফলে সংশ্লিষ্ট খেলোয়াড় আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন, ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন এবং কোচ-ট্রেনারের সঙ্গে যোগাযোগ ভালো থাকবে। এরপর সংশ্লিষ্ট খেলোয়াড়দের সানিয়া মির্জা টেনিস অ্যাকাডেমিতে (Sania Mirza Tennis Academy) নিয়ে যাওয়া হবে। সেখানে বিশেষ শিবির আয়োজন করা হবে। কোচিং ক্লিনিকও আয়োজন করা হবে। এই শিবিরে সানিয়া নিজে থাকবেন। তিনি টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, শারীরিক ও মানসিক বিষয়ে প্রশিক্ষণ দেবেন। উঠতি খেলোয়াড়রা যাতে সবদিক থেকে তৈরি হতে পারেন, সেই ব্যবস্থা করবেন সানিয়া।
তাঁর এই নতুন উদ্যোগ সম্পর্কে সানিয়া বলেছেন, ‘দ্য নেক্সট সেট আমার হৃদয়ের খুব কাছে। আমি পেশাদার টেনিসে সাফল্য ও ব্যর্থতা দেখেছি। উপযুক্ত পরামর্শ এবং ঠিক সময়ে পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ, তা আমি জানি।’ ভারতের মহিলা টেনিস খেলোয়াড়দের পাশে থাকতে চাইছেন সানিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।