
Judo Championships: শনিবার শুরু হয়েছিল, রবিবার টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ (Junior National Judo Championships 2025-26)। হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতে প্রথম স্থানে থাকল পাঞ্জাব (Punjab) তিনটি সোনা জিতে দ্বিতীয় স্থানে চন্ডীগড় (Chandigarh) এবং তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে থাকল হরিয়ানা (Haryana) ও মণিপুর (Manipur)। এই চ্যাম্পিয়নশিপ থেকেই নির্বাচিত সেরা জুডোকাদের 'খেলো ইন্ডিয়া'-য় (Khelo India) অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া হবে। জুডোকা স্কাউটিংয়ের দায়িত্বে ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত দুই জুডোকা তোম্বি দেবী (Tombi Devi) এবং অ্যাঙ্গম অনিতা চানু (Angom Anita Chanu)।
হোম গ্রাউন্ডের এডভ্যান্টেজ থাকলেও জুডো চ্যাম্পিয়নশিপে বাংলার ভাগ্যে শিঁকে ছেড়েনি। এই প্রসঙ্গে রাজ্য জুডো সংস্থার অন্তর্বর্তী প্রধান তমাল বন্দোপাধ্যায় বলেছেন, পদক না এলেও বাংলার জুডোকারা নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছে। পাশাপাশি আগামীদিনে বাংলার খেলোয়াড়ের জাতীয় পর্যায়ে এক্সপোজার বাড়ানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। যাতে জাতীয় পর্যায়ে বাংলার পদক খরা কাটানো যায়। তবে সবার নজর ছিল লিনথই চানামবামের (Linthoi Chanambam) দিকে। গত বছরই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক জেতেন মণিপুরের এই জুডোকা। দেশে ফিরে এটাই ছিল তাঁর প্রথম ঘরোয়া প্রতিযোগিতা। তাই তাঁর ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।
দীর্ঘ ১৫ বছর পরে সর্বভারতীয় স্তরের কোন প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলার জুডোর সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সারা দেশের ৩১টি রাজ্যে থেকে ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই চ্যাম্পিয়নশিপে। পুরুষদের বিভাগে - ৫৫ কেজি, - ৬০ কেজি, -৬৬ কেজি, -৭৩ কেজি, -৮১ কেজি, -৯০ কেজি, - ১০০ এবং + ১০০ কেজি ক্যাটাগরিতে খেলা হয়েছিল। অন্যদিকে মহিলাদের বিভাগে -৪৪ কেজি, -৪৮ কেজি, -৫২ কেজি, -৫৭ কেজি, -৬৩ কেজি, -৭০ কেজি, -৭৮ কেজি এবং + ৭৮ কেজি ক্যাটাগরিতে খেলা হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।