Kolkata Cyclothon 2025: করোনাভাইরাস লকডাউনের (COVID-19 Lockdown) সময় থেকে সব বয়সের মানুষের মধ্যে সাইকেল চালানোর প্রবণতা বেড়ে গিয়েছে। সেই ধারা বজায় রেখে চূড়ান্ত সফল প্রথম কলকাতা সাইক্লোথন।
কলকাতায় দীর্ঘদিন ধরে ম্যারাথন আয়োজন করা হচ্ছে, এবার দেখা গেল সাইক্লোথন
সফল প্রথম কলকাতা সাইক্লোথন
কলকাতার সব বয়সের মানুষকে ফিটনেসের বিষয়ে উৎসাহিত করে তোলা এবং পরিবেশ সচেতনতার প্রচারের জন্য প্রথমবার এই শহরে আয়োজন করা হল সাইক্লোথন। কোল ইন্ডিয়ার স্পনসরশিপে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও লোহা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে হল সাইক্লোথন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবেই আয়োজন করা হল প্রথম কলকাতা সাইক্লোথন। বিভিন্ন বয়সের বহু মানুষ সাইক্লোথনে যোগ দিলেন।
DID YOU KNOW ?
প্রথম কলকাতা সাইক্লোথন
কলকাতায় প্রথমবার আয়োজন করা হল সাইক্লোথন। এই প্রতিযোগিতায় বিপুল উৎসাহ-উদ্দাপনা দেখা গেল।
25
প্রথম কলকাতা সাইক্লোথনের প্রতিযোগীদের উৎসাহ দিলেন লিয়েন্ডার পেজ, ঊষা উত্থুপরা
সাইক্লোথনে লিয়েন্ডার-ঊষা
কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ, কিংবদন্তি সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ, বলিউডের সঙ্গীতশিল্পী শাদাব ফরিদি-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সাইক্লোথনে হাজির ছিলেন। তাঁরা সাইক্লিস্টদের উৎসাহ দেন। লিয়েন্ডারকে হাতের সামনে পেয়ে সাইক্লোথনে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে উত্তেজনা দেখা যায়। অনেকেই লিয়েন্ডারের অটোগ্রাফ নেন। সেলফি তোলার আবদারও জানান অনেকে।
৪০০০
প্রথম কলকাতা সাইক্লোথনে যোগ দিলেন ৪০০০-এরও বেশি মানুষ।
পূর্ব ভারতে সাইক্লিংয়ের সবচেয়ে বড় ইভেন্ট হল প্রথম কলকাতা সাইক্লোথন। এই ইভেন্টে যোগ দিলেন ৪,০০০-এরও বেশি প্রতিযোগী।
35
প্রথম কলকাতা ম্যারাথনে যোগ দিলেন ৪,০০০-এরও বেশি প্রতিযোগী, হল নতুন রেকর্ড
সাইক্লোথনে নতুন রেকর্ড
প্রথম কলকাতা সাইক্লোথনে বিভিন্ন দূরত্বের বিভাগ মিলিয়ে চার হাজারেরও বেশি সাইক্লিস্ট যোগ দেন। পূর্ব ভারতে সাইক্লিংয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতায় পরিণত হল কলকাতা সাইক্লোথন। প্রথমবারেই এই সাফল্য পাওয়ার পর আয়োজকরাও উৎসাহিত হয়ে উঠেছেন। আগামী বছর আরও বড় আকারে এই সাইক্লিং প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন আয়োজকরা।
৫ কিমি দৌড় থেকে ৭০ কিলোমিটার সাইকেল চালানো, সব বিভাগেই বিপুল উৎসাহ
দৌড় ও সাইক্লিং একসঙ্গে
প্রথম কলকাতা সাইক্লোথনে পাঁচ কিলোমিটার দৌড়, ১০ কিলোমিটার সাইক্লিং, ২৫ কিলোমিটার অপেশাদার সাইক্লিং, ৫০ কিলোমিটার এনড্যুরেন্স রাইড ও ৭০ কিলোমিটার প্রো রাইড বিভাগ ছিল। পাঁচ কিলোমিটার দৌড় ও ১০ কিলোমিটার সাইক্লিং বিভাগে কোনও প্রতিযোগিতা ছিল না। বাকি তিন বিভাগের প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অভিজ্ঞ অ্যাথলিট ও সাইক্লিস্টদের পাশাপাশি ছাত্র-ছাত্রী, বিভিন্ন ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা যোগ দেন।
55
ফিটনেসের বিষয়ে কলকাতার মানুষের উৎসাহ দেখে খুশি লিয়েন্ডার পেজ, ঊষা উত্থুপ
সাইক্লোথন দেখে খুশি লিয়েন্ডা-ঊষা
লিয়েন্ডার পেজ বলেছেন, ‘ফিটনেস, স্থায়িত্ব ও সমাজের কথা ভেবে এত মানুষ একত্রিত হয়েছেন দেখে অনুপ্রাণিত হচ্ছি। কলকাতা সাইক্লোথনের মতো ইভেন্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি প্যাডেল স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’ ঊষা উত্থুপ বলেছেন, ‘এখানে এসে বিশ্বের অন্যতম সেরা লিয়েন্ডার পেজের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পেরে আমি সত্যিই গর্বিত। আসুন, সবাই উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য একসঙ্গে প্যাডেল করি।’