Kolkata Cyclothon 2025: কলকাতা শহরে ম্যারাথন-সহ অনেক ধরনের প্রতিযোগিতা হয়েছে। কিন্তু এত বছরে সাইক্লোথন হয়নি। এবার এই প্রতিযোগিতা হতে চলেছে। ম্যারাথনের ধাঁচেই হবে সাইকেল চালানোর প্রতিযোগিতা।
KNOW
Kolkata Cyclist: বয়স ৬৪ বছর। থাকেন উত্তর কলকাতার মানিকতলায়। এক কারখানায় কাজ করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন সাইকেল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন। এই যুবকের নাম নরেশ কুমার গুপ্তা। ৬৪ বছর বয়স হলেও তিনি মনে-প্রাণে যুবকই আছেন। সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষার বার্তা দিয়ে চলেছেন তিনি। শনিবার সল্টলেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় (Sports Authority of India) কলকাতা সাইক্লোথন ২০২৫ (Kolkata Cyclothon 2025) উপক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে নরেশ জানালেন, 'করোনা লকডাউনের (COVID-19 Lockdown) সময় থেকে আমি নিয়মিত সাইকেল চালাচ্ছি। তবে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় যোগ দিচ্ছি তিন বছর হল। আমি অনেক জায়গায় গিয়েছি। মুম্বইয়ে (Mumbai) হেমা মালিনী (Hema Malini) এবং আরও অনেক চলচ্চিত্র তারকার সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁরা আমার ফিটনেসের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর (Mansukh Mandaviya) সঙ্গেও আমার দেখা হয়েছে। উনিও আমার প্রশংসা করেছেন।'
যুবসমাজের জন্য কী বার্তা নরেশের?
শনিবার মানিকতলা থেকে সাইকেল চালিয়েই সল্টলেকে পৌঁছন নরেশ। তাঁর পোশাক অত্যন্ত আকর্ষণীয়। হেলমেটের উপর জাতীয় পতাকা এবং মাথা থেকে কোমর পর্যন্ত ফিটনেস ও পরিবেশ সংরক্ষণের বার্তা। তরুণ ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 'যত বেশি সাইকেল চালাবে, তত বেশি পরিশ্রম হবে এবং ফিট থাকবে। সাইকেল চালালে পরিবেশ দূষণ কম হবে।'

পরিবেশ সচেতনতার বার্তা আয়োজকদেরও
কলকাতা সাইক্লোথনের প্রধান মহারাষ্ট্র পুলিশের এডিজি ফোর্স ১ (Maharashtra Police ADG Force 1) আইপিএস কৃষ্ণ প্রকাশ (Krishna Prakash, IPS)। তিনি জানালেন, করোনার সময় থেকে মহারাষ্ট্রের বিভিন্ন শহরে সাইক্লোথন আয়োজন করে বিপুল সাড়া পেয়েছেন। এবার কলকাতাতেও সাড়া পাবেন বলে আশা করছেন। বিশ্বের উন্নত দেশগুলিতে পরিবেশ দূষণ কমানোর জন্য ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহণ ও সাইকেল চালানোর উপর জোর দেওয়া হয়। ভারতেও সেই সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


