অ্যাথলেটিক্স নয়, অন্য খেলায় জামাইকার হয়ে অলিম্পিক্সে যোগ দেবেন উসেইন বোল্ট?

Published : Jan 18, 2026, 03:01 PM IST
who will succeed Usain Bolt

সংক্ষিপ্ত

Usain Bolt: অ্যাথলেটিক্সে বিশ্বের অন্যতম সফল জামাইকার (Jamaica) উসেইন বোল্ট। এই কিংবদন্তি অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়েছেন। তবে তারপরেও ২০২৮ সালের অলিম্পিক্সে (2028 Summer Olympics) জামাইকার হয়ে খেলতে চান বোল্ট।

DID YOU KNOW ?
১২৮ বছর পর ক্রিকেট
১৯০০ সালের পর ২০২৮ সাল, ১২৮ বছর পর ফের অলিম্পিক্সে হতে চলেছে ক্রিকেট খেলা। তৈরি হচ্ছে লস অ্যাঞ্জেলেস।

2028 Summer Olympics: জামাইকার (Jamaica) হয়ে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস (Los Angeles) অলিম্পিক্সে খেলতে চান কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্ট (Usain Bolt)। তবে তিনি পেশাদার অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়ায় অলিম্পিক্সে আর অ্যাথলেটিক্সে যোগ দেবেন না। এবার সুযোগ পেলে অন্য খেলায় যোগ দিতে চান। ছোটবেলায় ক্রিকেট খেলতেন এই অ্যাথলিট। তিনি ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখতেন। তাঁর হাইস্কুলের ক্রিকেট কোচের পরামর্শে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে যোগ দেওয়ার পর জীবনের গতি বদলে যায়। পরবর্তীকালে পেশাদার ফুটবলার হওয়ার কথাও বলেন বোল্ট। তবে তাঁর পক্ষে পেশাদার ফুটবলার হয়ে ওঠা সম্ভব হয়নি। এবার অলিম্পিক্সে ক্রিকেট ফেরায় জামাইকার হয়ে ক্রিকেট খেলতে চান তিনি। তাঁকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে খেলতে তৈরি বলে জানিয়েছেন বোল্ট।

বোল্টের প্রথম পছন্দের খেলা ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। অতীতে ভারতে এসে বোল্ট জানিয়েছেন, তিনি স্প্রিন্টার না হলে ক্রিকেটার হতেন। এবার দোহা ম্যারাথনের (Doha Marathon) আগে এই কিংবদন্তি বলেছেন, ‘আমি পেশাদার খেলা থেকে অবসর নিয়ে খুশি। আমি দীর্ঘদিন ক্রিকেট খেলিনি। তবে আমাকে যদি ডাকা হয়, তাহলে আমি তৈরি।’ বিশ্বের দ্রুততম মানব হিসেবে অলিম্পিক্সে একাধিকবার সোনা জিতেছেন বোল্ট। এবার তিনি জামাইকার হয়ে অলিম্পিক্সে ক্রিকেট খেলতে চান।

১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট

১৯০০ সালের অলিম্পিক্সে (1900 Summer Olympics) ক্রিকেট খেলা হয়েছিল। তারপর থেকে অলিম্পিক্সে আর ক্রিকেট খেলা হয়নি। তবে লস অ্যাঞ্জেলেসে ফিরছে ক্রিকেট। ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট খেলা হতে চলেছে। জামাইকা-সহ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলি এক হয়ে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) নামে ক্রিকেট খেললেও, অলিম্পিক্সে আলাদাভাবে ক্রিকেট দল পাঠাবে। এই কারণেই জামাইকার হয়ে ক্রিকেট খেলতে চান বোল্ট। তবে তিনি পেশাদার ক্রিকেটার নন। গত কয়েক বছর ধরে তিনি যে কোনও খেলার বাইরে। ফলে তাঁর ফের অলিম্পিক্সে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অলিম্পিক্সে ৮ বার সোনা জিতেছেন উসেইন বোল্ট।
জামাইকার কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্ট অলিম্পিক্সে ৮ বার সোনা জিতেছেন। তিনি সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট।
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Cricket: ২৩২ বছরের রেকর্ড ভাঙল পাকিস্তান ক্রিকেটে, প্রথম শ্রেণির ক্রিকেটে নয়া ইতিহাস
ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই: টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতীয় দলের