Olympics 2024: অলিম্পিক্সে মিক্সড ম্যারাথন রেস ওয়াকিং রিলের যোগ্যতা অর্জন প্রিয়াঙ্কা-অক্ষদীপের

Published : Apr 21, 2024, 08:53 PM ISTUpdated : Apr 21, 2024, 09:56 PM IST
Priyanka Goswami

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের আর বেশিদিন বাকি নেই। তবে এখনও বিভিন্ন ইভেন্টে যোগ্যতা অর্জন পর্ব চলছে। একের পর এক ইভেন্টে যোগ্যতা অর্জন করছেন ভারতীয় অ্যাথলিটরা।

প্যারিস অলিম্পিক্সে মিক্সড ম্যারাথন রেস ওয়াকিং ইভেন্টে যোগ্যতা অর্জন করলেন প্রিয়াঙ্কা গোস্বামী ও অক্ষদীপ সিং। রবিবার তুরস্কের আন্তালিয়া শহরে ওয়ার্ল্ড রেস ওয়াকিং টিম চ্যাম্পিয়নশিপে ১৮ নম্বরে থাকে ভারতীয় জুটি। প্রিয়াঙ্কা ও অক্ষদীপ ৩:০৫:০৩ সেকেন্ড সময় করেন। তবে এই ইভেন্টে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন পরমজিৎ সিং বিস্ত ও মুনিতা প্রজাপতি। তাঁরা ৩:০৯:৫৮ সেকেন্ড সময় করে ৩৫ নম্বরে দৌড় শেষ করেন। এবারই প্রথম অলিম্পিক্সে মিক্সড ম্যারাথন রেস ওয়াকিং ইভেন্ট হতে চলেছে। এই ইভেন্টে প্রতিটি দলে ২ জন করে অ্যাথলিট থাকেন। তাঁদের পালা করে ৪টি লেগে হাঁটতে হয়। এই ইভেন্টেই ভারতের প্রতিনিধিত্ব করছেন প্রিয়াঙ্কা ও অক্ষদীপ।

ব্যক্তিগত ইভেন্টেও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন প্রিয়াঙ্কা-অক্ষদীপের

দলগত ইভেন্টে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার আগেই মহিলা ও পুরুষদের ব্যক্তিগত ২০ কিলোমিটার রেস ওয়াক ইভেন্টে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন প্রিয়াঙ্কা ও অক্ষদীপ। এবার দলগত ইভেন্টেও যোগ্যতা অর্জন করায় তাঁদের আত্মবিশ্বাস বেড়ে গেল। তবে অলিম্পিক্সে দলগত বা ব্যক্তিগত ইভেন্টে পদক জিততে হলে তাঁদের অনেক পরিশ্রম করতে হবে। মিক্সড ম্যারাথন রেস ওয়াকিং ইভেন্ট বেশ কঠিন। শুরুতে ১২.১৯৫ কিলোমিটার হাঁটেন পুরুষ অ্যাথলিট। এরপর তাঁরই সতীর্থ মহিলা অ্যাথলিট হাঁটেন ১০ কিলোমিটার। এরপর ১০ কিলোমিটার হাঁটেন পুরুষ অ্যাথলিট। শেষ ১০ কিলোমিটারে লড়াই করেন মহিলা অ্যাথলিট। এভাবে চলে রেস।

সামগ্রিকভাবে ভারতের খারাপ ফল

ওয়ার্ল্ড রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে ৮ নম্বরে শেষ করল ভারতের মহিলা দল। পুরুষ বা মিক্সড দলের ফলও খুব একটা ভালো হল না। পুরুষদের ব্যক্তিগত ২০ কিলোমিটার রেসে ২০ নম্বরে থাকেন সার্ভিন সেবাস্টিয়ান। ২৪ বছর বয়সি এই অ্যাথলিট ১:২১:৩৯ সেকেন্ড সময় করেন। ২৩ নম্বরে রেস শেষ করেন বিকাশ সিং। তবে রেস শেষ করতে পারেননি রাম বাবু। ৪০ নম্বরে থাকেন সূরজ পানওয়ার। ৬৬ নম্বরে থাকেন আর্শপ্রীত। ভারতের পুরুষ দল ৬ নম্বরে থাকল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নীরাজ চোপড়ার ঐতিহাসিক জয়কে স্বরণীয় করে রাখতে বড় পদক্ষেপ, ৭ অগাস্ট ন্যাশানাল জ্যাভলিন ডে ঘোষণা দ্যা অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার

৬ সোনা-সহ ২৭ পদক, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে ভারত

এশিয়ার দেশগুলির মধ্যে সেরা অ্যাথলেটিক্স ফেডারেশন হিসেবে পুরস্কার পেল ভারত

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে