Kelvin Kiptum: বয়স মাত্র ২৪ বছর, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ম্যারাথনে বিশ্বরেকর্ডের অধিকারী কেলভিন কিপটামের

দুর্ঘটনায় সারা বিশ্বে একাধিক ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। এবার দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যারাথনে বিশ্বরেকর্ডের অধিকারী কেলভিন কিপটাম।

মাত্র ২৪ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ম্যারাথনে বিশ্বরেকর্ডের অধিকারী কেলভিন কিপটামের। কেনিয়ার এই অ্যাথলিটের পাশাপাশি তাঁর কোচ জারভাইস হাকিজিমানারও মৃত্যু হয়েছে। প্যারিস অলিম্পিক্সের আগে কেলভিনের মতো একজন প্রতিভাবান অ্যাথলিটের মৃত্যুতে ক্রীড়াজগতে শোকের আবহ তৈরি হয়েছে। প্যারিসে ম্যারাথনে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন কেলভিন। অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও চালাচ্ছিলেন এই অ্যাথলিট। কিন্তু হঠাৎই তাঁর জীবনের দৌড় থেমে গেল। সোমবার জানা গিয়েছে, পশ্চিম কেনিয়ায় গাড়ি দুর্ঘটনায় কেলভিনের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এই অ্যাথলিট রবিবার রাতে স্থানীয় সময় অনুযায়ী ১১টা নাগাদ কাপটাগাট থেকে এলডোরেটে যাচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ি উল্টে যায়। এর ফলে কেলভিন ও তাঁর কোচের মৃত্যু হয়েছে।

মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার কেলভিন

Latest Videos

পশ্চিম কেনিয়ার এলজেয়ো মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মালিঙ্গে জানিয়েছেন, ‘গাড়িতে ৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অপরজন মারাত্মক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন কেলভিন কিপটাম ও তাঁর কোচ। কেলভিনই গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা এলডোরেটের দিকে যাচ্ছিলেন। তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলেই ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। যে মহিলা যাত্রী জখম হয়েছেন, তিনি এখন হাসপাতালে ভর্তি।’

কেলভিনের মৃত্যুতে অ্যাথলেটিক্স দুনিয়ায় শোক

বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে আকর্ষণীয় নতুন তারকাদের অন্যতম ছিলেন কেলভিন কিপটাম। এই অ্যাথলিট ও তাঁর কোচ জারভাইস হাকিজিমানার মৃ্ত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। সারা বিশ্বের অ্যাথলেটিক্স মহলের পক্ষ থেকে আমরা তাঁদের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ ও কেনিয়ার সব নাগরিকের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: হঠাতই ধেয়ে এল সাক্ষাৎ মৃত্যু! খেলতে খেলতে তাজ্জব হয়ে গেলেন ফুটবলাররা

Viral Video : সুযোগ-সুবিধা ছাড়াই অসামান্য পোলভল্ট, সাফল্যের লক্ষ্যে অ্যাথলিট

জাতীয় স্তরের অ্যাথলিট, ঝুলিতে রয়েছে সোনার মেডেলও, অভাবের জেরে আজ দিনমজুর

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia