১৯৯ কেজি তুলে রুপোর রানি মীরাবাঈ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতলেন ৩ খেতাব

Published : Oct 03, 2025, 09:52 AM IST
১৯৯ কেজি তুলে রুপোর রানি মীরাবাঈ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতলেন ৩ খেতাব

সংক্ষিপ্ত

ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানুর রুপো জয়: নরওয়ের ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু ইতিহাস তৈরি করে রুপোর পদক জিতেছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে এটি তাঁর তৃতীয় পদক।

মীরাবাঈ চানু বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৫: টোকিও অলিম্পিক বিজয়ী মীরাবাঈ চানু এই মুহূর্তে নরওয়ের ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রদর্শন করছেন। ফাইনালে তিনি চিনের প্রতিযোগীকে পিছনে ফেলে ১৯৯ কিলোগ্রাম ওজন তোলেন। এর সাথে মীরাবাঈ চানু এই প্রতিযোগিতায় রুপোর পদক অর্জন করেন। বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে এটি মীরাবাঈ চানুর তৃতীয় পদক। এর আগে তিনি ২০১৭ সালে ৪৮ কিলোগ্রাম বিভাগে সোনার পদক এবং ২০২২ সালে ৪৯ কিলোগ্রাম বিভাগে রুপোর পদক জিতেছিলেন।

বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ মীরাবাঈ চানুর পারফরম্যান্স

মীরাবাঈ চানু বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ৪৮ কিলোগ্রাম বিভাগে অংশ নিয়েছিলেন। তিনি এই সময়ে ১৯৯ কেজি ওজন তোলেন, এর আগে স্ন্যাচে ৮৪ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কিলোগ্রাম ওজন তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি চিনের থানিয়াথানকে পিছনে ফেলে এক কিলোগ্রামের লিড নিয়ে রুপোর পদক জেতেন। অন্যদিকে, এই টুর্নামেন্টে উত্তর কোরিয়ার রি সাং গুম সোনার পদক জেতেন, তিনি মোট ২১৩ কিলোগ্রাম ওজন তুলেছিলেন।

জয়ের পর কোচ বিজয় শর্মাকে ধন্যবাদ জানালেন

জয়ের পর মীরাবাঈ চানু সরাসরি তাঁর কোচ বিজয় শর্মার কাছে গিয়ে তাঁকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, চোটের কারণে গত কিছুদিন ধরে মীরাবাঈ চানু সমস্যায় ভুগছিলেন, কিন্তু এই বছরই আমেদাবাদে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তিনি প্রত্যাবর্তন করে সোনার পদক জেতেন এবং বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতে ইতিহাস তৈরি করেন।

 

ভারতের হয়ে WWC-তে পদকজয়ী খেলোয়াড়রা

মীরাবাঈ চানু ভারতের হয়ে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর আগে ভারতের কুঞ্জরানি দেবী এই প্রতিযোগিতায় সাতবার ১৯৮৯, ১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৭ সালে রুপোর পদক জিতেছিলেন। তিনি ছাড়াও কর্ণম মালেশ্বরী ১৯৯৪ এবং ১৯৯৫ সালে সোনা এবং ১৯৯৩ ও ১৯৯৬ সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই তালিকায় মীরাবাঈ চানু তৃতীয় স্থানে রয়েছেন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?