বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: নীরজ চোপড়া বনাম আর্শাদ নাদিম লড়াই কখন, কীভাবে দেখা যাবে?

Published : Sep 18, 2025, 02:45 PM ISTUpdated : Sep 18, 2025, 03:07 PM IST
Neeraj Chopra Javelin Throw

সংক্ষিপ্ত

2025 World Athletics Championships: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো (Javelin Throw) ফাইনালে পাকিস্তানের (Pakistan) আর্শাদ নাদিমের (Arshad Nadeem) মুখোমুখি নীরজ চোপড়া (Neeraj Chopra)। এই লড়াইয়ের দিকে তাকিয়ে সারা দেশ।

DID YOU KNOW ?
বিশ্বচ্যাম্পিয়ন নীরজ
টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিতেছেন নীরজ চোপড়া। তিনি খেতাব ধরে রাখার লক্ষ্যে।

Neeraj Chopra Vs Arshad Nadeem: একদিকে যখন পুরুষদের ক্রিকেটে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই চলছে, তখন অন্যদিকে অ্যাথলেটিক্সেও ভারত-পাকিস্তানের লড়াই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (2025 World Athletics Championships) জ্যাভলিন থ্রো (Javelin Throw) ফাইনালে পাকিস্তানের আর্শাদ নাদিমের মুখোমুখি হচ্ছেন ভারতের তারকা নীরজ চোপড়া। গত বছর প্যারিস অলিম্পিক্সে (Olympic Games Paris 2024) সোনা জেতেন নাদিম। নীরজ পান রুপো। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছেন নীরজ। তিনি বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন। এখনও পর্যন্ত মাত্র দু'জন অ্যাথলিট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে পরপর দু'বার সোনা জিতেছেন। এবার তৃতীয় অ্যাথলিট হিসেবে এই নজির গড়ার লক্ষ্যে নীরজ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন ভারত-পাকিস্তানের যা সম্পর্ক, তাতে নাদিমের বিরুদ্ধে নীরজের লড়াইকে ভারত-পাকিস্তান লড়াই হিসেবেই দেখা হচ্ছে। নীরজের দিকে তাকিয়ে সারা দেশ।

কখন, কীভাবে দেখা যাবে নীরজ-নাদিমের লড়াই?

বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল চারটেয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো ফাইনাল শুরু হবে। ভারতে নীরজ-নাদিম লড়াই টেলিভিশনে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান এইচডি চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ, ওয়েবসাইটে।

নীরজ-নাদিমের সঙ্গে লড়াইয়ে কারা?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো ফাইনালে লড়াই করছেন মোট ১২ জন অ্যাথলিট। নীরজ ও নাদিম ছাড়া আছেন জার্মানির (Germany) অ্যাথলিট জুলিয়ান ওয়েবার (Julian Weber), গ্রেনাডার (Grenada) অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters), কেনিয়ার (Kenya) অ্যাথলিট জুলিয়াস ইয়েগো (Julius Yego), মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) অ্যাথলিট কার্টিস থম্পসন (Curtis Thompson), অস্ট্রেলিয়ার (Australia) অ্যাথলিট ক্যামেরন ম্যাকএনটায়ার (Cameron McEntyre), পোল্যান্ডের (Poland) অ্যাথলিট ডেভিড ওয়েগনার (Dawid Wegner), ভারতের অ্যাথলিট সচিন যাদব (Sachin Yadav), শ্রীলঙ্কার (Sri Lanka) অ্যাথলিট রুমেশ থরঙ্গা পথিরাগে (Rumesh Tharanga Pathirage), চেক প্রজাতন্ত্রের (Czech Republic) অ্যাথলিট জাকুব ভ্যাডলেক (Jakub Vadlejch) ও ত্রিনিদাদ ও টোব্যাগোর (Trinidad and Tobago) অ্যাথলিট কেশর্ন ওয়ালকট (Keshorn Walcott)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের লক্ষ্যে নীরজ
তৃতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো খেতাব ধরে রাখার লক্ষ্যে নীরজ চোপড়া।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?