Mother's Day 2023: বিরাট, সচিন, যুবরাজ, সাইনা, মাতৃদিবসে আবেগপ্রবণ ক্রীড়াবিদরাও

রবিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃদিবস। যে কোনও ক্ষেত্রের মতোই ক্রীড়াবিদদের জীবনেও মায়ের বিশেষ অবদান থাকে। এই বিশেষ দিনে মায়ের সেই অবদানের কথাই স্বীকার করে নিচ্ছেন সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, বিরাট কোহলি, সাইনা নেহওয়ালরা।

Web Desk - ANB | Published : May 14, 2023 7:18 AM IST
17
মাতৃদিবসে মা ও স্ত্রীর জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের

মা ও স্ত্রীকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, ‘আমাদের মেজাজ বুঝে চলা এবং নিঃশর্ত ভালোবাসার জন্য একদিন যথেষ্ট নয়। মায়েদের জন্য আরও অনেকদিন দরকার। তোমাদের অনেক ভালোবাসি।’

27
বাবা মারা গিয়েছেন ১৯৯৯ সালে বিশ্বকাপের সময়, মাকে আগলে আছেন সচিন তেন্ডুলকর

মাতৃদিবসে সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘এআই-এর যুগেও আই-এর কোনও বিকল্প নেই।’ সচিনের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে মায়ের অবদানও অনেক। সে কথা সবসময় স্মরণ করেন সচিন।

37
কমবয়সে বাবাকে হারিয়েছেন, মায়ের জন্যই বড় ক্রিকেটার হয়ে উঠতে পেরেছেন বিরাট কোহলি

কৈশোর কাটার আগেই বাবাকে হারান বিরাট কোহলি। তারপর থেকেই তাঁকে আগলে রেখেছেন মা। মায়ের জন্যই ক্রিকেট খেলা চালিয়ে যেতে পেরেছেন বিরাট কোহলি। মাতৃদিবসে মায়ের সেই অবদানের কথা স্বীকার করেছেন বিরাট।

47
মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল

ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা সাইনা নেহওয়াল। মাতৃদিবসে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সাইনা।

57
মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যতম সেরা পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় কাশ্যপ

ভারতের অন্যতম সেরা পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লী কাশ্যপও মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

67
মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদারও

দেশের অন্যতম সেরা গোলকিপার দেবজিৎ মজুমদার এখন খেলছেন চেন্নাইয়িন এফসি-র হয়ে। মাতৃদিবসে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন এই গোলকিপার।

77
সোশ্যাল মিডিয়া পোস্টে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাথলিট দ্যুতি চাঁদ

সোশ্যাল মিডিয়ায় মা ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যতম সেরা অ্যাথলিট দ্যুতি চাঁদ।

Share this Photo Gallery
click me!

Latest Videos