Wrestlers Protest: কুস্তিগীরদের আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে জোড়া কমিটি
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনও গ্রেফতার করা হয়নি ব্রিজভূষণকে। যন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থান চলছে। কতদিন এই আন্দোলন চলবে, সেটা এখনও স্পষ্ট নয়।
যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন বিভিন্ন রাজনৈতিক দলের
কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে-র মতো রাজনৈতিক দলগুলির পর এবার যন্তর মন্তরে গিয়ে কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা। তিনি বজরং পুনিয়ার সঙ্গে কথা বলেন।
কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে নয়াদিল্লিতে মোমবাতি মিছিল যুব কংগ্রেসের
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যন্তর মন্তরে গিয়ে কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেছেন। শুক্রবার যুব কংগ্রেসের পক্ষ থেকে নয়াদিল্লিতে মোমবাতি মিছিল আয়োজন করা হয়।
যন্তর মন্তরে কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছেন কুমারী শেলজা, কিরণ চৌধুরী
যন্তর মন্তরে গিয়ে কুস্তিগীরদের সঙ্গে দেখা করে আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন কংগ্রেস নেত্রী কুমারী শেলজা ও কিরণ চৌধুরী।
চলতি আন্দোলনের ভবিষ্যৎ ঠিক করতে জোড়া কমিটি গঠন করলেন কুস্তিগীররা
২ সপ্তাহ ধরে যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। এবার কী হবে সেটা ঠিক করতে দু'টি কমিটি গঠন করলেন কুস্তিগীররা। সেই কমিটিই আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করবে।
কুস্তিগীরদের একটি কমিটিতে ৩১ জন এবং অন্য কমিটিতে ৯ জন সদস্যকে রাখা হয়েছে
আন্দোলনের অন্যতম প্রধান মুখ বজং পুনিয়া জানিয়েছেন, 'সুপ্রিম কোর্টের রায় নিয়ে আইনি দলের সঙ্গে কথা বলছে ভিনেশ (ফোগট)। ৩১ জনের কমিটিতে রাখা হয়েছে খাপ পঞ্চায়েত, কৃষক সংগঠন ও মহিলাদের সংগঠনের প্রতিনিধিদের। ৯ সদস্যের কমিটিতে আছেন কুস্তিগীররা।'
আন্দোলনরত কুস্তিগীরদের পক্ষে রায় দেয়নি সুপ্রিম কোর্ট। তবে তাতে হাল না ছেড়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন কুস্তিগীররা। তাঁরা এবার হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে সত্যের পথে থাকার আহ্বান কুস্তিগীরদের
কয়েকদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেছেন, কুস্তিগীরদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এবার আন্দোলন প্রত্যাহার করা উচিত। পাল্টা বজরং পুনিয়ার আহ্বান, 'ক্রীড়ামন্ত্রীর কাছে আমার আবেদন, এগিয়ে আসুন এবং সত্যকে সমর্থন করুন।'
দ্বিতীয় সপ্তাহে এসে কুস্তিগীরদের আন্দোলন কার্যত রাজনৈতিক মঞ্চে পরিণত
কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করছেন সারা দেশের ক্রীড়াপ্রেমী মানুষ। কিন্তু আন্দোলনের রাশ কার্যত চলে গিয়েছে রাজনীতিবিদদের হাতে। খাপ পঞ্চায়েত-সহ বিভিন্ন সংগঠন এখন এই আন্দোলন পরিচালনা করছে।
ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগরকারীদের বয়ান রেকর্ড পুলিশের
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করা ৫ জন কুস্তিগীরের বয়ান রেকর্ড করেছে দিল্লি পুলিশ। এক নাবালিকাও বয়ান দিয়েছে।
কুস্তিগীরদের আন্দোলন নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, কুস্তিগীরদের আন্দোলনের বিষয়ে তাঁর বিশেষ কিছু জানা নেই। সেই কারণে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না।