'খেলায় সাহায্য করতে বদ্ধপরিকর সরকার,' জাতীয় ক্রীড়া দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

মেজর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে ২৯ অগাস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এবারও ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে এই বিশেষ দিন পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দিনে ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Soumya Gangully | Published : Aug 29, 2024 5:47 PM
112
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

জাতীয় ক্রীড়া দিবসে 'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা মেজর ধ্যানচাঁদজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি।’

212
তরুণদের খেলায় সাহায্য করার বিষয়ে বদ্ধপরিকর সরকার, জানালেন প্রধানমন্ত্রী

'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘যাঁরা খেলার ব্যাপারে আবেগপ্রবণ এবং ভারতের হয়ে খেলেছেন, তাঁদের অভিনন্দন জানানোর সময় এটা। আমাদের সরকার খেলায় সাহায্য করার বিষয়ে দায়বদ্ধ এবং আরও তরুণ যাতে খেলতে পারেন, দক্ষতার পরিচয় দিতে পারেন, সে বিষয়ে বদ্ধপরিকর।’

312
'হকির জাদুকর' মেজর ধ্যানচাঁদের জন্মদিবসে শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশ

মেজর ধ্যানচাঁদ ক্রীড়ামহলে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। বৃহস্পতিবার তাঁর জন্মদিবসে শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশ।

412
পরাধীন ভারতে হকিতে তিনবার অলিম্পিক্সে জাতীয় দলকে সোনা জেতান মেজর ধ্যানচাঁদ

১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে ভারতের পুরুষ হকি দলকে অলিম্পিক্সে সোনা জেতান মেজর ধ্যানচাঁদ। তাঁর অসাধারণ পারফরম্যান্স সারা দুনিয়ার নজর কেড়ে নেয়।

512
মেজর ধ্যানচাঁদের অসাধারণ খেলা সম্পর্কে ক্রীড়ামহলে নানা কাহিনি প্রচলিত

মেজর ধ্যানচাঁদ সম্পর্কে শোনা যায়, তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখে বিদেশিরা সন্দেহ করত, হকি স্টিকে চুম্বক লাগানো আছে। তারা ধ্যানচাঁদের হকি স্টিক পরীক্ষা করে দেখেছিল।

612
মেজর ধ্যানচাঁদের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের অভিযোগ তুলেছিল বিদেশিরা

মেজর ধ্যানচাঁদ সম্পর্কে শোনা যায়, একবার তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, হকি স্টিকে জাদুবিদ্যা করা আছে। তখন ধ্যানচাঁদ বলেছিলেন, 'আমাকে ছাতার বাঁট বা ওই জাতীয় কোনও বাঁকানো লাঠি দাও। সেটা নিয়েই খেলব।'

712
ফুটবল-সম্রাট পেলের মতোই হকির দুনিয়ায় অবিসংবাদী নায়ক মেজর ধ্যানচাঁদ

ভারতীয় দলের হয়ে ৪০০ গোল করেন মেজর ধ্যানচাঁদ। আন্তর্জাতিক হকিতে তাঁর এই রেকর্ড আজও অক্ষত।

812
ভারতের সব ক্রীড়াবিদের কাছেই অত্যন্ত শ্রদ্ধেয় এবং অনুপ্রেরণা মেজর ধ্যানচাঁদ

১৯০৫ সালে জন্ম মেজর ধ্যানচাঁদের। ২০২৪ সালে এসেও সারা দেশের কাছে তিনি অনুপ্রেরণা। সবাই তাঁর প্রতি শ্রদ্ধাশীল।

912
জাতীয় ক্রীড়া দিবসে শুধু হকি নয়, সব খেলার প্রতিই গুরুত্ব দেওয়া হয়

জাতীয় ঐক্য, সংহতি ও সম্মান বজায় রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে খেলা। এই কারণে জাতীয় ক্রীড়া দিবসে সব খেলার প্রতিই গুরুত্ব দেওয়া হয়।

1012
জাতীয় ক্রীড়া দিবসে প্যারিস প্যারালিম্পিক্সে পদকের লক্ষ্যে লড়াই করছেন ভারতীয়রা

বৃহস্পতিবার প্যারিস প্যারালিম্পিক্সের বিভিন্ন ইভেন্টের লড়াই শুরু হয়েছে। ভারতীয় প্যারা অ্যাথলিটরা পদকের লক্ষ্যে লড়াই করছেন।

1112
টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে প্যারিসে পদক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ভারতীয়রা

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্যারা অ্যাথলিটরা ১৯ পদক জেতেন। এবার প্যারিস প্যারালিম্পিক্সে অন্তত ২৫ পদকের লক্ষ্যে ভারত।

1212
ভারতের সর্বত্র ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ কেন্দ্রীয় সরকারের

দেশের সব রাজ্য থেকেই যাতে অলিম্পিয়ান তৈরি করা যায়, সেই চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos