সংক্ষিপ্ত
২০২১ সালের ৭ অগাস্ট, ভারতের ক্রিড়ার ইতিহাসে গর্বের দিন। টোকিও অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঐতিহাসিক সোনা জয় নীরাজ চোপড়ার।
দু'বছর আগে আজকের দিনেই তৈরি হয়েছিল ইতিহাস। ২০২১ সালের ৭ অগাস্ট, ভারতের ক্রিড়ার ইতিহাসে গর্বের দিন। টোকিও অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঐতিহাসিক সোনা জয় নীরাজ চোপড়ার। জ্যাভেলিন থ্রো থেকে দেশের হয়ে প্রথম পদক নিয়ে আসেন সোনার ছেলে। অলিপিক্সের মাঠে তৈরি হয় নতুন ইতিহাস। নীরাজ চোপড়ার ঐতিহাসিক এই জয়কে আরও স্বরণীয় করে রাখতে এবার বড় পদক্ষেপ দ্যা অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার। ৭ অগাস্ট দিনটিকে ন্যাশানাল জ্যাভলিন ডে হিসেবে ঘোষণা করা হল। সোমবার টুইট বার্তায় একথা জানালেন দ্যা অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালা।
অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঐতিহাসিক সোনা জয় করেন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রো থেকে ভারতে এনে দেন অ্যাথলেটিক্সের প্রথম পদক। কোয়ালিফিকেশন রাউন্ডে এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন ভারতীয় তারকা। ৭ই অগস্ট নিজের সোনার পদক নিশ্চিত করেন নীরজ চোপড়া। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জেতেন তিনি। এর আগে ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন নীরজ চোপড়া।
২০২১ সাল ভারতীয় অ্যাথলিটের জন্য খুবই উল্লেখযোগ্য বছর। অলিম্পিকের মঞ্চে ইতিহাসে রেকর্ড তৈরি করেছে ভারতীয় দল। এতদিন পর্যন্ত লন্ডন অলিম্পিকে ৬টি পদক জয় ছিল ভারতের সেরা পারফরমেন্স। টোকিও অলিম্পিক্সে সর্বাধিক ১৮টি ইভেন্টে মোট ১২৪ জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল ইন্ডিয়া। যেই তালিকায় ছিলেন ৭০জন পুরুষ ও ৫৪জন মহিলা। তবে তার মধ্যে ভারোত্তলন, হকি, বক্সিং, ব্যাডমিন্টন, কুস্তি ও জ্যাভলিন, মাত্র ছটি ইভেন্ট থেকে মোট সাতটি পদক জিতল ভারত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা জিতে ইততিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। ১টি সোনা, দুটি রূপো, ৪টি ব্রোঞ্জ, পদক তালিকার নিরিখে এটি ছিল ভারতের সবচেয়ে সফল অলিম্পিক। ৪৮ নম্বরে শেষ করে ভারতীয় দল। বছর শেষে রাউন্ডআপ ২০২১ -এ দেখে নিন টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের পারফরমেন্স।