অল্পের জন্য প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ, হতাশ শ্যুটার সরবজ্যোত সিং

Published : Jul 27, 2024, 04:23 PM ISTUpdated : Jul 27, 2024, 04:49 PM IST
Sarabjot Singh

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন এখনও পর্যন্ত কোনও ইভেন্টেই সাফল্য পেলেন না ভারতীয় অ্যাথলিটরা। ফলে এদিন হতাশ হতে হল ভারতীয় শিবিরকে। তবে এখনও অনেক ইভেন্টে পদক জয়ের সুযোগ রয়েছে।

দারুণ লড়াই করেও, সামান্য ব্যবধানে প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন ভারতের শ্যুটার সরবজ্যোত সিং। শনিবার জার্মানির রবিন ওয়াল্টারের চেয়ে সামান্য পিছিয়ে থাকায় প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ হলেন সরবজ্যোত। ৬ সিরিজের পর গড় পয়েন্টের হিসেবে একই জায়গায় ছিলেন ভারত ও জার্মানির শ্যুটার। কিন্তু ইনার টেন বেশি থাকায় এগিয়ে থাকেন ওয়াল্টার। ফলে তিনি প্রথম ৮ জনের মধ্যে থাকেন। সরবজ্যোতের পাশাপাশি ভারতের অপর এক শ্যুটার অর্জুন সিং চিমাও এদিন লড়াইয়ে ছিলেন। কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ১৮-তম স্থানে থাকেন অর্জুন। ফলে তিনিও পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন। শীর্ষে থাকেন সার্বিয়ার ডামির মিচেক। প্রথম ৮ জন শ্যুটার এবার পদক জয়ের লক্ষ্যে লড়াই করবেন।

ভালো শুরু করেও ব্যর্থ অর্জুন

এদিন শুরুতে সরবজ্যোতের চেয়ে এগিয়েছিলেন অর্জুন। তিনি ৯৬ পয়েন্ট পান। সরবজ্যোত ৯৪ পয়েন্ট পান। তবে এরপর এগিয়ে যান সরবজ্যোত। তিনি দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ৯৭ ও ৯৬ পয়েন্ট পান। চতুর্থ সেটে ৬টি শটেই ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে পৌঁছে যান। কিন্তু পঞ্চম সেটে ৬ শটে ৯৩ পয়েন্ট পাওয়ায় পিছিয়ে পড়েন সরবজ্যোত। ষষ্ঠ তথা শেষ সেটে ৪ বার ৯ পয়েন্ট এবং ৬ বার ১০ পয়েন্ট করে পান সরবজ্যোত। ফলে তিনি ওয়াল্টারের সঙ্গে একই জায়গায় থাকেন। কিন্তু ওয়াল্টার বেশি ইনার ১০ নেওয়ায় এগিয়ে থাকেন। এর ফলে পদক জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন সরবজ্যোত।

প্রথম দিন হতাশ করলেন ভারতীয় শ্যুটাররা

শনিবার এখনও পর্যন্ত ভারতের কোনও শ্যুটারই সাফল্য পেলেন না। তবে এখনও অনেক ইভেন্ট আছে। ফলে এবার শ্যুটিংয়ে পদক পেতেই পারেন ভারতীয়রা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শ্যুটিংয়ে হতাশ করলেন রমিতা, ইলাভেনিলরা, ১০ মিটার এয়ার মিক্সড রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

দারুণ লড়াই করেও রোয়িংয়ের হিটে চতুর্থ, রিপেচেজ রাউন্ডে বলরাজ পানওয়ার

উদ্বোধনী অনুষ্ঠানে উল্টো করে টাঙানো হল অলিম্পিক্সের পতাকা, বিড়ম্বনায় আয়োজকরা

PREV
click me!

Recommended Stories

জুনিয়র হকি বিশ্বকাপ: আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, ব্রোঞ্জ ভারতের
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা