অল্পের জন্য প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ, হতাশ শ্যুটার সরবজ্যোত সিং

প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন এখনও পর্যন্ত কোনও ইভেন্টেই সাফল্য পেলেন না ভারতীয় অ্যাথলিটরা। ফলে এদিন হতাশ হতে হল ভারতীয় শিবিরকে। তবে এখনও অনেক ইভেন্টে পদক জয়ের সুযোগ রয়েছে।

Soumya Gangully | Published : Jul 27, 2024 10:30 AM IST / Updated: Jul 27 2024, 04:49 PM IST

দারুণ লড়াই করেও, সামান্য ব্যবধানে প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন ভারতের শ্যুটার সরবজ্যোত সিং। শনিবার জার্মানির রবিন ওয়াল্টারের চেয়ে সামান্য পিছিয়ে থাকায় প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ হলেন সরবজ্যোত। ৬ সিরিজের পর গড় পয়েন্টের হিসেবে একই জায়গায় ছিলেন ভারত ও জার্মানির শ্যুটার। কিন্তু ইনার টেন বেশি থাকায় এগিয়ে থাকেন ওয়াল্টার। ফলে তিনি প্রথম ৮ জনের মধ্যে থাকেন। সরবজ্যোতের পাশাপাশি ভারতের অপর এক শ্যুটার অর্জুন সিং চিমাও এদিন লড়াইয়ে ছিলেন। কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ১৮-তম স্থানে থাকেন অর্জুন। ফলে তিনিও পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন। শীর্ষে থাকেন সার্বিয়ার ডামির মিচেক। প্রথম ৮ জন শ্যুটার এবার পদক জয়ের লক্ষ্যে লড়াই করবেন।

ভালো শুরু করেও ব্যর্থ অর্জুন

Latest Videos

এদিন শুরুতে সরবজ্যোতের চেয়ে এগিয়েছিলেন অর্জুন। তিনি ৯৬ পয়েন্ট পান। সরবজ্যোত ৯৪ পয়েন্ট পান। তবে এরপর এগিয়ে যান সরবজ্যোত। তিনি দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ৯৭ ও ৯৬ পয়েন্ট পান। চতুর্থ সেটে ৬টি শটেই ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে পৌঁছে যান। কিন্তু পঞ্চম সেটে ৬ শটে ৯৩ পয়েন্ট পাওয়ায় পিছিয়ে পড়েন সরবজ্যোত। ষষ্ঠ তথা শেষ সেটে ৪ বার ৯ পয়েন্ট এবং ৬ বার ১০ পয়েন্ট করে পান সরবজ্যোত। ফলে তিনি ওয়াল্টারের সঙ্গে একই জায়গায় থাকেন। কিন্তু ওয়াল্টার বেশি ইনার ১০ নেওয়ায় এগিয়ে থাকেন। এর ফলে পদক জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন সরবজ্যোত।

প্রথম দিন হতাশ করলেন ভারতীয় শ্যুটাররা

শনিবার এখনও পর্যন্ত ভারতের কোনও শ্যুটারই সাফল্য পেলেন না। তবে এখনও অনেক ইভেন্ট আছে। ফলে এবার শ্যুটিংয়ে পদক পেতেই পারেন ভারতীয়রা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শ্যুটিংয়ে হতাশ করলেন রমিতা, ইলাভেনিলরা, ১০ মিটার এয়ার মিক্সড রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

দারুণ লড়াই করেও রোয়িংয়ের হিটে চতুর্থ, রিপেচেজ রাউন্ডে বলরাজ পানওয়ার

উদ্বোধনী অনুষ্ঠানে উল্টো করে টাঙানো হল অলিম্পিক্সের পতাকা, বিড়ম্বনায় আয়োজকরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শর্ত নিয়েই মমতার বাড়িতে যাচ্ছেন ডাক্তাররা, যা জানিয়ে গেলেন | RG Kar Protest Latest
'জাস্টিস ফর আরজি কর' ৫ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | Doctors Protest | RG Kar Protest |
ঠিক কী হল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে? দেখুন কী বললেন জুনিয়র ডাক্তাররা | Junior Doctors | RG Kar
'সবচেয়ে বড় অপরাধী আপনি মাননীয়া মুখ্যমন্ত্রী' গর্জে উঠলেন রূপা গঙ্গোপাধ্যায় | Roopa Ganguly | RG Kar
শেষবার! লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি হবে না জানিয়েই ডাক্তারদের ডেকে পাঠালেন মমতা | RG Kar Protest |