পরিবার চাইলেও হরিয়ানা সরকারের দেওয়া চাকরি নিচ্ছেন না, কী পরিকল্পনা সরবজ্যোতের

কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় সাফল্য পেলে ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার, সরকারি চাকরি দেওয়া হয়। এবারের অলিম্পিক্সের পরেও এর ব্যতিক্রম হচ্ছে না।

হরিয়ানা সরকার চাকরির প্রস্তাব দিয়েছিল। পরিবারের সদস্যরাও চাইছিলেন চাকরি করুন। কিন্তু সরকারি চাকরির প্রস্তাব গ্রহণ করলেন না সরবজ্যোত সিং। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শ্যুটার জানিয়েছেন, ‘আমাকে যে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা ভালো। কিন্তু আমি এখন চাকরি করব না। আমি সবার আগে শ্যুটিংয়ে মন দিতে চাই। আমার পরিবার ভালো চাকরি নেওয়ার কথা বলছিল। কিন্তু আমি শ্যুটিং নিয়েই এগিয়ে যেতে চাই। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে কোনও বদল আনতে চাই না। আমি এখনই চাকরি করতে চাই না।’ ভারতের অনেক ক্রীড়াবিদই সরকারি চাকরি করেন। চাকরির পাশাপাশি তাঁরা খেলা চালিয়ে যাচ্ছেন। তবে সেই পথে হাঁটতে নারাজ সরবজ্যোত। তিনি শুধু খেলাতেই মনে দিতে চান।

প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স সরবজ্যোতের

Latest Videos

প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন সরবজ্যোত-মনু ভাকের। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত রাউন্ডে অবশ্য পদক জয় করতে পারেননি সরবজ্যোত। অল্পের জন্য ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারেননি এই শ্যুটার। তবে তিনি মনুর সঙ্গে জুটি বেঁধে দেশকে পদক এনে দেন। সারা দেশ মনু, সরবজ্যোত, স্বপ্নিল কুশালের পারফরম্যান্সে মুগ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন। তবে এই সাফল্যেই থেমে থাকতে নারাজ সরবজ্যোত। ভবিষ্যতে দেশকে আরও সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য।

অলিম্পিক্সে সোনার লক্ষ্যে সরবজ্যোত

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে তৈরি হতে চান সরবজ্যোত। তিনি জানিয়েছেন, ‘আমার প্রধান লক্ষ্য এখনও পূরণ হয়নি। আশা করি ২০২৮ সালে আমার প্রধান লক্ষ্যপূরণ করতে পারব। আমি ২০২৮ সালে সোনা জয়ের জন্য লড়াই করতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রবিবার নয়, ভিনেশ ফোগটের আর্জির বিষয়ে রায় দেওয়া হবে মঙ্গলবার, জানাল সিএএস

লক্ষ্যপূরণ হল না, ৫ ব্রোঞ্জ-সহ ৬ পদক নিয়ে প্যারিস অলিম্পিক্স শেষ ভারতের

প্যারিসে নীরজ চোপড়ার সঙ্গে সাক্ষাৎ, অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী