রবিবার নয়, ভিনেশ ফোগটের আর্জির বিষয়ে রায় দেওয়া হবে মঙ্গলবার, জানাল সিএএস

Published : Aug 11, 2024, 12:28 PM ISTUpdated : Aug 11, 2024, 01:07 PM IST
Vinesh Phogat

সংক্ষিপ্ত

রবিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক্স। কিন্তু এখনও পর্যন্ত কুস্তিগীর ভিনেশ ফোগটের আর্জির বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাল না কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।

রবিবার নয়, ভিনেশ ফোগটের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধে ৬টায় রায় দেবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। এর আগে জানা গিয়েছিল, রবিবার সন্ধে ৬টায় রায় দেবে সিএএস। কিন্তু পরে জানা গিয়েছে, ভিনেশ ফোগট বনাম ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ও দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মামলায় যদি কোনও পক্ষ অতিরিক্ত নথিপত্র জমা দিতে চায়, তার জন্য রবিবার সন্ধে ৬টা পর্যন্ত সময় দিয়েছে সিএএস। রবিবারই প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান। তার আগে ভিনেশের আর্জির ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না সিএএস। ফলে অপেক্ষা করতে হচ্ছে এই কুস্তিগীরকে।

রায়ের তারিখ নিয়ে সংশয় দূর করল সিএএস

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের অ্যাড হক ডিভিশন ১৩ অগাস্ট সন্ধে ৬টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। ভিনেশ ফোগট বনাম ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ও দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি মামলায় রায় দেওয়ার জন্য বাড়তি সময় নিচ্ছেন আরবিট্রেটর ড. অ্যানাবেল বেনেট। এর আগে ১১ অগাস্ট পর্যন্ত সময় নেওয়া সংক্রান্ত যে বার্তা দেওয়া হয়েছিল, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই মামলার সব পক্ষকে আরবিট্রেটরের কাছে অতিরিক্ত নথি জমা দেওয়ার জন্য এই সময় দেওয়া হয়েছে। সংশয় তৈরি করার জন্য ক্ষমা চাইছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।’

অলিম্পিক্স শেষ হওয়ার পর পদক পাবেন ভিনেশ?

রবিবারই প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান। এরপর সিএএস-এর রায় ভিনেশের পক্ষে যাবে কি না স্পষ্ট নয়। প্যারিস অলিম্পিক্সে ভারত ৫ ব্রোঞ্জ-সহ ৬ পদক পেয়েছে। ভিনেশ রুপো পেলে ভারতের পদক সংখ্যা বেড়ে হবে ৭। এই কারণেই সারা দেশ সিএএস-এর রায়ের দিকে তাকিয়ে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর্জি গ্রহণ করল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, রুপো পেতে পারেন ভিনেশ ফোগট

'আর লড়াইয়ের ক্ষমতা নেই' ক্ষমা চেয়ে অবসর ঘোষণা ভিনেশ ফোগাটের, বোমা ফাটালেন শশী থারুর

পদক হারানো ভিনেশ ফোগটকে সম্মান জানানোর জন্য অভিনব প্রস্তাব অভিষেকের, মানবে সরকার?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত