প্যারিস অলিম্পিক্সে সবচেয়ে ভালো ফলের আশায় ছিল ভারত। কিন্তু এবার টোকিও অলিম্পিক্সের চেয়ে খারাপ ফলই হল। এবার ব্যাডমিন্টন, ভারত্তোলনে পদক জিততে পারল না ভারত।
প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দুই অঙ্কে পৌঁছে যাবে বলে আশায় ছিল সারা দেশ। কিন্তু শনিবার ৬ পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করল ভারত। এবারের অলিম্পিক্সে ভারতের কোনও অ্যাথলিটই সোনা পেলেন না। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপো পেলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে। পুরুষদের কুস্তিতে ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছেন আমন সেহরাওয়াত। বাকিরা সবাই হতাশ করলেন।
প্যারিস অলিম্পিক্সে ভারতের হতাশা
প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে অন্তত ৩ পদকের আশায় ছিল ভারত। কিন্তু হতাশ করলেন পি ভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি। পদক জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন লক্ষ্য। কিন্তু তিনি পদক হারালেন। ভারত্তোলনে পদক জিততে ব্যর্থ হলেন সাইখম মীরাবাই চানু। টোকিও অলিম্পিক্সের চেয়ে এবার ভারতের ফল খারাপ হল। পদক তালিকায় ৬৯ নম্বরে শেষ করল ভারত। এবার অন্তত ১০ পদকের আশায় ছিল ক্রীড়ামহল। কিন্তু একাধিক অ্যাথলিট চতুর্থ স্থানে শেষ করায় ভারতের হতাশাজনক ফল হল।
নতুন নজির হকি দলের
৫২ বছর পর অলিম্পিক্সে টানা দ্বিতীয়বার পদক জিতল ভারতের পুরুষ হকি দল। টোকিও অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতলেন পি আর শ্রীজেশরা। এর আগে ১৯৬৮ ও ১৯৭২ সালের অলিম্পিক্সে পরপর ২ বার পদক জিতেছিল ভারতের পুরুষ হকি দল। এবার সেই নজির গড়লেন হরমনপ্রীতরা সিংরা। সারা দেশ হকি দলের সাফল্যে উচ্ছ্বসিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ঝুলে রইল ভিনেশ ফোগটের ভাগ্য, ররিবার রাতে পদকের বিষয়ে রায় দিতে পারে সিএএস
প্যারিসে নীরজ চোপড়ার সঙ্গে সাক্ষাৎ, অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী
পুরুষদের কুস্তিতে আমন সেহরাওয়াতের ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতের ষষ্ঠ পদক