Olympics 2024: ১৯ মাসের মেয়েকে রেখে অলিম্পিক্সে যোগ দিচ্ছেন, পদক নিয়েই ফিরতে মরিয়া দীপিকা

অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের কোনও তিরন্দাজই পদক পাননি। একসময় লিম্বারামকে নিয়ে আশা তৈরি হয়েছিল। পরবর্তীকালে দীপিকা কুমারীও অলিম্পিক্স পদকের আশা পূরণ করতে পারেননি।

Soumya Gangully | Published : Jul 20, 2024 12:47 PM IST / Updated: Jul 20 2024, 07:26 PM IST

মেয়ের বয়স মাত্র ১৯ মাস। অলিম্পিক্সের প্রস্তুতির জন্য গত কয়েক মাস মেয়েকে দেখতে পাচ্ছেন না। আরও বেশ কিছুদিন মেয়ের কাছ থেকে দূরেই থাকতে হবে। তার জন্য খারাপ লাগছে। কিন্তু অলিম্পিক্সে পদক জেতার লক্ষ্যে এগিয়ে চলেছেন বলে সব কষ্ট সহ্য করে চলেছেন তিরন্দাজ দীপিকা কুমারী। তিনি জানিয়েছেন, ‘আমার মেয়ের কাছ থেকে দূরে থাকার ফলে কতটা কষ্ট হচ্ছে, সেটা বলে বোঝানো কঠিন। কিন্তু আমরা এত বছর ধরে যে সাফল্য অর্জন করার জন্য এত পরিশ্রম করে চলেছি, সেই সাফল্য অর্জন করতেই হবে। আমি মেয়েকে মিস করছি। কিন্তু আমার কিছু করার নেই। আমার মেয়ে অবশ্য সবরকমভাবে সাহায্য করে। ও আমার শ্বশুর-শাশুড়ি, অতনুর (তিরন্দাজ অতনু দাস, দীপিকার স্বামী) সঙ্গে ভালোভাবেই আছে।’

অলিম্পিক্স নিয়ে হইচইয়ে আপত্তি দীপিকার

Latest Videos

প্রতিবারই অলিম্পিক্সের আগে ভারতীয় তিরন্দাজদের নিয়ে হইচই হয়। কিন্তু কোনওবারই সাফল্য পান না ভারতীয় তিরন্দাজরা। দীপিকার মতে, অলিম্পিক্স নিয়ে এত মাতামাতি, হইচই হওয়ার ফলেই তাঁদের উপর অযথা চাপ তৈরি হয়। তাঁদের পক্ষে আর সেই চাপ সামাল দেওয়া সম্ভব হয় না। এ প্রসঙ্গে দীপিকা বলেছেন, ‘আমাদের দেশে অলিম্পিক্স নিয়ে কেন এত হইচই করা হয়, সেটা আমি বুঝতে পারি না। অলিম্পিক্স এগিয়ে এলেই সবাই তিরন্দাজদের নিয়ে আলোচনা শুরু করে দেন। এর ফলে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। অন্য যে কোনও প্রতিযোগিতার মতোই দেখতে হবে অলিম্পিক্সকে। আমাদের উপর যে চাপ থাকে, তার বেশিরভাগটাই মানসিক। এই মানসিক চাপ কাটিয়ে উঠতে হবে আমাদের।’

বুধবার অলিম্পিক্স শুরু দীপিকার

বুধবার অলিম্পিক্সে তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ড শুরু হচ্ছে। তার আগে অন্যদের কাছ থেকে কোনওরকম মনোযোগ চাইছেন না দীপিকা। তিনি শুধু নিজের ইভেন্টের উপরেই জোর দিতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Paris Olympics 2024: অলিম্পিক্সে কবে, কখন ভারতীয়দের লড়াই? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

Kylian Mbappe : রিয়াল মাদ্রিদ না অলিম্পিক্স, কোনটা বেছে নিচ্ছেন কিলিয়ান এমবাপে?

Paris Olympics: অলিম্পিক্সে কুস্তিতে চতুর্থ বাছাই অন্তিম পাংহাল, ষষ্ঠ আমন সেহরাওয়াত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

BJP Live: আর জি কের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
BJP Live: আর জি করের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
RG Kar Protest Live : শর্ত নিয়েই কালীঘাটে যাচ্ছেন ডাক্তাররা, দেখুন সরাসরি
'জাস্টিস ফর আরজি কর' ৫ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | Doctors Protest | RG Kar Protest |
'সবচেয়ে বড় অপরাধী আপনি মাননীয়া মুখ্যমন্ত্রী' গর্জে উঠলেন রূপা গঙ্গোপাধ্যায় | Roopa Ganguly | RG Kar