সংক্ষিপ্ত
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতলেও, এখনও ইউরো কাপ জিততে পারেননি কিলিয়ান এমবাপে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারেননি এই স্ট্রাইকার। তিনি এবার এই অধরা সাফল্য অর্জন করতে চান।
নতুন ক্লাব রিয়াল মাদ্রিদের শর্ত মেনে নিজের দেশে অলিম্পিক্সে খেলছেন না কিলিয়ান এমবাপে। সদ্য প্যারিস সাঁ-জা ছেড়ে রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপে। তাঁর ক্লাব চাইছে না প্যারিস অলিম্পিক্সে খেলুন এই স্ট্রাইকার। নতুন ক্লাবে সই করেই বিবাদে জড়াতে চাইছেন না এমবাপে। এই কারণে তিনি প্যারিস অলিম্পিক্স এড়িয়ে যাচ্ছেন। এমবাপে বলেছেন, ‘আমার ক্লাবের অবস্থান খুব স্পষ্ট। ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্ত থেকেই আমি জানতাম, আমার পক্ষে অলিম্পিক গেমসে যোগ দেওয়া সম্ভব হবে না। আমি সেপ্টেম্বরে নতুন ক্লাবে যোগ দিচ্ছি। তার আগে বিপজ্জনক কোনও পথে হাঁটা খুব ভালো সিদ্ধান্ত হবে না। আমি সেটা জানি। সেই অনুযায়ী কাজ করছি। আমি ফ্রান্স দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সব ম্যাচ দেখব। আশা করি ওরা সোনার পদক জিতবে।’
অলিম্পিক্স ফুটবলে নেই তারকারা
সম্প্রতি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে অলিম্পিক্সে খেলা সম্ভব হবে না। এবার এমবাপেও জানিয়ে দিলেন, তিনি অলিম্পিক্সে যোগ দেবেন না। ফ্রান্স ফুটবল ফেডারেশনকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এমবাপে। কয়েকদিন আগেই অলিম্পিক্সের জন্য ফ্রান্সের ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ থিয়েরি অঁরি। তিনি এই দলে এমবাপেকে রাখেননি। যদিও এমবাপে খেলতে চাইলে তাঁকে দলে নিতে তৈরি বলে জানিয়েছিলেন অঁরি। তবে এমবাপে স্পষ্ট করে দিলেন, তিনি অলিম্পিক্সে খেলবেন না।
সোমবার রাতে ইউরো কাপ অভিযান শুরু ফ্রান্সের
সোমবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টায় ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এবারের ইউরো কাপে অন্যতম ফেভারিট এমবাপেরা। ২০১৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে রানার্স হয় ফ্রান্স। এবার ইউরো কাপ জিততে মরিয়া এমবাপে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kylian Mbappé: সবচেয়ে কম বয়সে ৩০০ গোল, মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন এমবাপে
Messi-Ronaldo-Mbappe: মেসি না রোনাল্ডো, কার অনুরাগী কিলিয়ান এমবাপে?
এডিনসন কাভানিকে টপকে প্যারিস সাঁ জা-র সর্বাধিক গোলদাতা কিলিয়ান এমবাপে