প্যারিস অলিম্পিক্সে হতাশা, তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে পদক ছোঁয়া হল না ধীরাজ-অঙ্কিতার

মিক্সড টিম ইভেন্টে সেমি-ফাইনালে পৌঁছেও পদক জিততে পারলেন না ভারতীয় তিরন্দাজ জুটি ধীরাজ বোম্মাদেবরা এবং অঙ্কিতা ভকত। ব্রোঞ্জ পদকের লড়াইয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে যান তারা।

Soumya Gangully | Published : Aug 2, 2024 2:52 PM IST / Updated: Aug 02 2024, 09:33 PM IST

তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে পদক জয়ের খুব কাছাকাছি গিয়েও ইতিহাস গড়তে পারলেন না অঙ্কিতা ভকত-ধীরাজ বোম্মাদেবারা। শুক্রবার ইন্দোনেশিয়া ও স্পেনের জুটিকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যাওয়ার পর আর জয় পেল না ভারতীয় জুটি। সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটির কাছে হারের পর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেলেন অঙ্কিতা-ধীরাজ। তাঁদের হারিয়ে ব্রোঞ্জ জিতলেন ব্র্যাডি এলিসন ও কেসি কফহোল্ড। ভারতীয় জুটির বিপক্ষে ম্যাচের ফল ৩৭৮-৩৮, ৩৫-৩৭, ৩৮-৩৪, ৩৫-৩৭। এই ম্যাচ জিততে পারলে প্রথমবার অলিম্পিক্সে তিরন্দাজিতে ভারতকে পদক এনে দিতে পারতেন অঙ্কিতা-ধীরাজ। কিন্তু তাঁরা সেই সুযোগ হারালেন। যথাসাধ্য লড়াই করেন ধীরাজ। কিন্তু কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করলেন অঙ্কিতা। তিনি ২ বার ৭ পয়েন্ট করে নেন। এর ফলেই পিছিয়ে পড়ে ভারত। অঙ্কিতা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে পদক জিততে পারত ভারত।

ইতিহাস গড়েও হতাশ করলেন অঙ্কিতারা

Latest Videos

ভারতের প্রথম তিরন্দাজি খেলোয়াড় হিসেবে শুক্রবার অলিম্পিক্সের সেমি-ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েন অঙ্কিতা-ধীরাজ। কিন্তু এই জুটির পক্ষে পদক জয় সম্ভব হল না। সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়াই করতেই পারল না ভারতীয় জুটি। ফাইনালে জার্মানিকে ৬-০ হারিয়ে সোনা জিতল দক্ষিণ কোরিয়াই। চতুর্থ স্থান পেল ভারত।

অলিম্পিক্সে চতুর্থ পদক ব্র্যাডির

শুক্রবারের আগে অলিম্পিক্সে ৩ বার পদক জেতেন ব্র্যাডি। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে কেসি। ফলে এই জুটির বিরুদ্ধে অঙ্কিতা-ধীরাজের লড়াই মোটেই সহজ ছিল না। সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়াই করলেও, ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না অঙ্কিতা। তিনি প্রথম সেটে ৭ পয়েন্ট পান। তখনই পিছিয়ে পড়ে ভারত। এরপর ধীরাজ লড়াই করলেও জয় পেল না ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শ্রীজেশের অসাধারণ গোলকিপিং, অলিম্পিক্সে পুরুষদের হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত

প্রথমবার খালি হাতে অলিম্পিক্স থেকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা সিন্ধুর?

প্রি-কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্সে টানা তৃতীয় পদকের স্বপ্ন শেষ সিন্ধুর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024