Olympics 2024: দুঃসংবাদ! বাড়ি ভাঙার নোটিস পেয়ে অলিম্পিক্সের মাঝেই ফিরে এলেন মনুদের কোচ

Published : Aug 02, 2024, 07:53 PM ISTUpdated : Aug 02, 2024, 07:54 PM IST
SAMARESH JUNG

সংক্ষিপ্ত

এও কি সম্ভব? চলতি প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় শ্যুটার মনু ভাকের। তারপর মিক্সড ইভেন্টেও মনু এবং সরবজ্যোত সিং যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন দেশের হয়ে। কিন্তু এরই মাঝে দুঃসংবাদ।

এও কি সম্ভব? চলতি প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় শ্যুটার মনু ভাকের। তারপর মিক্সড ইভেন্টেও মনু এবং সরবজ্যোত সিং যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন দেশের হয়ে। কিন্তু এরই মাঝে দুঃসংবাদ।

হটাৎই দেশে ফিরে আসতে বাধ্য হলেন জাতীয় শ্যুটিং দলের কোচ সমরেশ জঙ্গ (Samaresh Jung)। মনুদের পদকজয়ের পিছনে যার ভুমিকা অনস্বীকার্য।

জানা যাচ্ছে, নিজের বাড়ি ভাঙার নোটিস পেয়েছেন জঙ্গ। আগামী দুদিনের মধ্যে তাঁর বাড়ি ভাঙা হবে বলে জানানো হয়েছে। আর এই খবর পেয়েই সোজা দেশে ফিরে এসেছেন তিনি। দিল্লির সিভিল লাইনস এলাকার খাইবার পাস অঞ্চলে থাকেন সমরেশ। ভূমি সুরক্ষা দফতর থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, সমরেশ এবং তাঁর আশেপাশের কয়েকটি বাড়ি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। আর ঐ এলাকাটি রয়েছে প্রতিরক্ষা দফতরের আওতায়।

উল্লেখ্য, সমরেশ জঙ্গ গত ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে অংশগ্রহণ করেন। তিনি জানিয়েছেন, “আমি এই বিষয়ে কিছুই জানি না। এই বাড়িটি নাকি ওদের প্ল্যানের মধ্যে নেই। ওরা গোটা এলাকাকেই বেআইনি ঘোষণা করে দিয়েছে। আমরা তো এখানে গত ৭৫ বছর ধরে রয়েছি। সেই ১৯৫০ সাল থেকেই আছি। আমরা আদালতে গিয়েছিলাম এই বিষয়টি নিয়ে। কিন্তু পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে।”

অর্জুন পুরস্কার জয়ী মনুদের কোচ বলছেন, “ভারতীয় শ্যুটাররা দুটি অলিম্পিক্স মেডেল পেয়েছে। তার মধ্যেই আমাকে এই দুঃখজনক খবর পেতে হল। একজন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কার প্রাপক হিসেবে অন্তত এটুকু আশা করতে পারি যে, সম্মানের সঙ্গে বিদায় নেব। আমি এই বিষয়টি পরিষ্কার করার জন্য আবেদন জানিয়েছিলাম। অন্তত দুমাস ওরা সময় দিতে পারত।”

ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে তাঁর বক্তব্য জানিয়ে, সমরেশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং আইওএ–র প্রধান পিটি ঊষাকে ট্যাগও করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে