এবারের অলিম্পিক্সে তিরন্দাজিতে পদক জিততে পারে ভারত। শুক্রবার পদক জয়ের আশা জাগিয়ে তুললেন অঙ্কিতা ভকত ও ধীরাজ বোম্মাদেবারা। পদক জয় থেকে এক ধাপ দূরে এই জুটি।
প্যারিস অলিম্পিক্সে চতুর্থ পদক জয়ের কাছাকাছি পৌঁছে গেল ভারত। শুক্রবার তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের সেমি-ফাইনালে পৌঁছে গেল অঙ্কিতা ভকত-ধীরাজ বোম্মাদেবারা জুটি। এদিন কোয়ার্টার ফাইনালে স্পেনের এলিয়া ক্যানালেস-পাবলো আকা গঞ্জালেজ জুটিকে হারিয়ে দিল ভারতীয় জুটি। এরপর শুক্রবারই সেমি-ফাইনালে খেলতে নামবেন অঙ্কিতা-ধীরাজ। এখনও পর্যন্ত অলিম্পিক্সে তিরন্দাজিতে পদক জিততে পারেনি ভারত। শুক্রবার রাতে সেই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে পারে। সেমি-ফাইনালে হেরে গেলেও পদক জয়ের সম্ভাবনা থাকবে। ফলে ব্যক্তিগত ইভেন্টে অঙ্কিতা ও ধীরাজ পদক জিততে না পারলেও, দলগত ইভেন্টে পদক জিততে পারেন। সেই আশায় সারা দেশ।
অঙ্কিতা-ধীরাজের অসাধারণ লড়াই
প্রথম সেটে দুর্দান্ত লড়াই করে ৩৮-৩৭ জয় পায় ভারতীয় জুটি। দ্বিতীয় সেট টাই হয়। তৃতীয় সেট জিতে ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্প্যানিশ জুটি। এরপর নির্ণায়ক চতুর্থ সেটে ২ বার ১০ পয়েন্ট নেন ধীরাজ। এর ফলে স্প্যানিশ জুটিকে পিছনে ফেলে দেয় ভারত। এর আগের ৩ সেটে ৪ বার ১০ পয়েন্ট করে নেন ধীরাজ। ফলে জয় পায় ভারতীয় জুটি। শুক্রবারই প্রি-কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার দিয়ানন্দা চইরহুনিসার বিরুদ্ধে ৫-১ জয় পান অঙ্কিতা-ধীরাজ। এরপর কোয়ার্টার ফাইনালেও জয় পেল ভারতীয় জুটি।
ফের হতাশ করলেন দীপিকা
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে গিয়েছিলেন ভারতের অন্যতম সেরা তিরন্দাজ দীপিকা কুমারী। কিন্তু এবারও হতাশ করলেন এই অভিজ্ঞ তিরন্দাজ। ব্যক্তিগত ও দলগত বিভাগে পদক জয়ের ধারেকাছে পৌঁছতে পারলেন না দীপিকা। চাপের মুখে ভেঙে পড়া তাঁর অভ্যাস। এবারের অলিম্পিক্সেও এর ব্যতিক্রম হয়নি। ফলে এখন তিরন্দাজিতে পদকের জন্য অঙ্কিতা-ধীরাজের দিকে তাকিয়ে ভারত। এই জুটি ইতিহাস গড়ার লক্ষ্যে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্রথমবার খালি হাতে অলিম্পিক্স থেকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা সিন্ধুর?
শ্রীজেশের অসাধারণ গোলকিপিং, অলিম্পিক্সে পুরুষদের হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত
প্রি-কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্সে টানা তৃতীয় পদকের স্বপ্ন শেষ সিন্ধুর