অলিম্পিক্সে পুরুষদের হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় দল

অলিম্পিক্সে ৫২ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারতীয় পুরুষ হকি দল। অসাধারণ পারফরম্যান্সের জন্য ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোলকিপার পি আর শ্রীজেশ। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের আগে ভারতের আত্মবিশ্বাস বেড়ে গেল।

কেরিয়ারের শেষ অলিম্পিক্সেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ। তাঁর অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে শুক্রবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ হারিয়ে দিল ভারত। অলিম্পিক্সে ৫২ বছর পর পুরুষদের হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে শেষবার অস্ট্রেলিয়ার পুরুষ হকি দলকে হারিয়েছিল ভারত। টোকিও অলিম্পিক্সে পদক জিতলেও, অস্ট্রেলিয়াকে হারাতে পারেননি শ্রীজেশরা। এবার সেই অধরা জয় এল। শুক্রবার ভারতের হয়ে জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। অপর গোল করেন অভিষেক। অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন টমাস ক্রেইগ ও ব্লেক গোভার্স। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভালো জায়গায় ভারত

Latest Videos

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পুল বি-তে দ্বিতীয় স্থানে উঠে এলেন শ্রীজেশরা। ভারতের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতের কাছে হারের ফলে তৃতীয় স্থানে থাকল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পায় ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ ড্র করেন হরমনপ্রীতরা। এরপর আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় ভারত। কিন্তু বেলজিয়ামের কাছে হেরে গিয়ে ধাক্কা খায় ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল।

টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী অস্ট্রেলিয়া

টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে রুপো জেতে অস্ট্রেলিয়া। এবারও পদক জয়ের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া। কিন্তু সেই দলের বিরুদ্ধেই জয় পেল ভারত। চলতি প্যারিস অলিম্পিক্সে ভারতের পুরুষ হকি দলের রক্ষণ গত ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। কিন্তু শুক্রবার ভারতের রক্ষণ ভালো পারফরম্যান্স দেখায়। এর ফলেই জয় এল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রথমবার খালি হাতে অলিম্পিক্স থেকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা সিন্ধুর?

প্রি-কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্সে টানা তৃতীয় পদকের স্বপ্ন শেষ সিন্ধুর

প্রণয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয়, প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল