কোয়ার্টার ফাইনালে হার, এবারের অলিম্পিক্স থেকেও খালি হাতে বিদায় দীপিকার

Published : Aug 03, 2024, 06:21 PM ISTUpdated : Aug 03, 2024, 07:08 PM IST
Deepika Kumari

সংক্ষিপ্ত

গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করা তিরন্দাজ দীপিকা কুমারীর অভ্যাস। এবারের অলিম্পিক্সেও একই ভুল করলেন এই তিরন্দাজ। এর ফলে প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হল দীপিকাকে।

প্যারিস অলিম্পিক্সেও পদক না জিতেই দেশে ফিরতে হচ্ছে অভিজ্ঞ তিরন্দাজ দীপিকা কুমারীকে। দলগত ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও পদক জয়ের অনেক আগেই থেমে গেলেন দীপিকা। শনিবার মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার নাম সুহিয়নের কাছে হেরে গেলেন দীপিকা। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ৪-৬। গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করে বসেন দীপিকা। তিনি ৬ ও ৭ পয়েন্ট পান। এর ফলেই পিছিয়ে পড়তে হয় এই তিরন্দাজকে। দীপিকার ভুলের সুযোগ নিয়ে জয়ের দিকে এগিয়ে যান কোরিয়ার তিরন্দাজ। দীপিকা হেরে যাওয়ায় প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজিতে ভারতের লড়াই শেষ হয়ে গেল। ভারতের কোনও তিরন্দাজই পদক জিততে পারলেন না। অনেক আশা জাগিয়ে প্যারিস অলিম্পিক্সে যোগ দিয়েছিলেন ভারতীয় তিরন্দাজরা। কিন্তু কেউই আশা পূরণ করতে পারলেন না।

ভালো শুরু করেও হার দীপিকার

কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের শুরুটা ভালোভাবে করেন দীপিকা। প্রথম সেটে পরপর ৯, ১০, ৯ পয়েন্ট নিয়ে জয় পান এই ভারতীয় তিরন্দাজ। এই সেটে তিনি ঠান্ডা মাথায় লড়াই করে প্রতিপক্ষকে পিছনে ফেলে দেন। ২ পয়েন্টে এগিয়ে যান দীপিকা। কিন্তু দ্বিতীয় সেটে ছন্দ হারান তিনি। এই সেটে ১০ পয়েন্ট নিয়ে শুরু করলেও, তারপর ৬ ও ৯ পয়েন্ট নিয়ে পিছিয়ে পড়েন দীপিকা। এরপর আর তাঁর পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

ভজন কউরও ব্যর্থ

প্যারিস অলিম্পিক্সে আশা জাগিয়ে শুরু করলেও, প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার দিয়ান্দা চইরুনিসার বিরুদ্ধে শ্যুট-অফে হেরে ছিটকে গেলেন ভজন কউর। প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন এই তিরন্দাজ। কিন্তু শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলেন না ভজন। তিনিও দীপিকার মতোই ছিটকে গেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সে নতুন ইতিহাসের অপেক্ষা, পদক থেকে এক ধাপ দূরে লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সে হতাশা, তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে পদক ছোঁয়া হল না ধীরাজ-অঙ্কিতার

শ্রীজেশের অসাধারণ গোলকিপিং, অলিম্পিক্সে পুরুষদের হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে