Olympics 2024: মনুর মুখে মায়ের কথা, কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও

Published : Aug 03, 2024, 03:13 PM IST
MANU BHAKER

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের ((Paris Olympics 2024) মঞ্চে থেকেই মনু ভাকেরের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিজের মায়ের প্রশংসা।

প্যারিস অলিম্পিক্সের ((Paris Olympics 2024) মঞ্চে থেকেই মনু ভাকেরের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিজের মায়ের প্রশংসা।

পদক জয়ের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের (Manu Bhaker)। কার্যত স্বপ্নভঙ্গ। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন ২২ বছরের এই ভারতীয় শ্যুটার। কিন্তু দেশের হয়ে দুটি পদক জেতাও অনেক গর্বের বিষয়। তাই ইভেন্ট শেষে তাঁর মুখে শোনা গেল নিজের মায়ের কথা। সেইসঙ্গে, বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Manu Bhaker)।

প্রায় ইতিহাসের দোরগোড়ায় পৌঁছে গেছিলেন তিনি। কিন্তু তৈরি করতে পারলেন না আরও একটি ইতিহাস। ভালোভাবে শুরু করেও অষ্টম সিরিজ়ে ব্যর্থ হলেন মনু। আর সেইসঙ্গে হাতছাড়া হল পদক। চলতি অলিম্পিক্সে দুটি পদক জেতার ফলে, তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছিল। কারণ, আগের দুটি ইভেন্ট ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। তাই মনুকে ঘিরে ভীষণভাবেই উৎসাহী ছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। কিন্তু আশা পূরণ হল না।

উল্লেখ্য, অষ্টম রাউন্ডের পর মনু ভাকের এবং হাঙ্গেরির প্রতিযোগী ভেরোনিকা মেজর, দুজনেরই পয়েন্ট ছিল সমান। তখন তারা দাঁড়িয়ে ২৮ পয়েন্টে। কিন্তু টাইব্রেকারে হেরে গেলেন মনু। পাঁচটি শটের মধ্যে তিনটি মিস করেন। সঠিক লক্ষ্যে গুলি ছুঁড়তে পারেননি এই ভারতীয় শ্যুটার। ফলে, চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

কিন্তু ভারতের (India) হয়ে দুটি পদক জিতেছেন মনু। তাই বা কম কী? তাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। আর মুখ খুলেছেন মনু নিজেও।

ইভেন্ট শেষে মনু জানিয়েছেন, “আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি যাতে পোডিয়ামে উঠতে পারি, সেইজন্য অনেক মানুষই খেটেছেন। পুরো দল আমাকে প্রতিমুহূর্তে সমর্থন করে গেছে। আমি তাদের সবাইকে, সাই টিমকে এবং ক্রীড়ামন্ত্রককে ধন্যবাদ জানাতে চাই। সেইসঙ্গে, প্রধানমন্ত্রী মোদীজির কাছে আমি ভীষণভাবেই কৃতজ্ঞ। তিনি এত ব্যস্ততার মধ্যে থেকেও আমাকে সময় দিয়েছেন। ফোনে কথা বলেছেন। আমার কোচ এবং বন্ধুদেরকেও ধন্যবাদ। পরেরবার আরও ভালো করব।”

তাঁর কথায়, “মায়ের আত্মত্যাগ কখনও ভুলব না। আমার মায়ের জন্যই আমি বহু মানুষের ছায়া থেকে বেরিয়ে আসতে পেরেছি। তোমাকে খুব ভালোবাসি মা। সুস্থ থেকো তুমি। আর বছরের পর বছর আমার সঙ্গে থেকো।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ