সংক্ষিপ্ত

শনিবার প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনের শুরুটা ভালোভাবে করতে না পারলেও, দিনের শেষে একাধিক পদকের আশা জাগিয়ে তুললেন ভারতীয় অ্যাথলিটরা। ফলে দিনটা খারাপ কাটল না।

প্রথমবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেই পদকের আশায় ভারতের তরুণী বক্সার প্রীতি পাওয়ার। শনিবার প্যারিস অলিম্পিক্সের শুরুটা দুর্দান্তভাবে করলেন এই তরুণী। প্রথম রাউন্ডে ভিয়েতনামের ভো থি কিম আনকে ৫-০ উড়িয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন প্রীতি। তিনি দাপট দেখিয়ে জয় পেলেন। অলিম্পিক্সে প্রথম ম্যাচেই জয় পাওয়ায় প্রীতির আত্মবিশ্বাস বেড়ে গেল। হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা প্রীতি লড়াই করতে জানেন। অলিম্পিক্সেও তাঁর ভরসা লড়াই। প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বক্সার ইয়েনি আরিয়াসের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রীতিকে। দ্বিতীয় বাছাই আরিয়াসের বিরুদ্ধে প্রীতির লড়াই সহজ হবে না। তবে এই লড়াইয়েও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রীতি।

প্যারিসে নতুন নজির গড়ার লক্ষ্যে প্রীতি

২০ বছর বয়সে অলিম্পিক্সে প্রথম ম্যাচ খেলতে নেমেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন প্রীতি। এই তরুণী দেখিয়ে দিলেন, চাপের মুখে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তিনি। ঠান্ডা মাথায় লড়াই করার ক্ষমতাই প্রীতির সবচেয়ে বড় শক্তি। এখনও পর্যন্ত অলিম্পিক্সে মাত্র ২ জন ভারতীয় মহিলা বক্সার পদক জিতেছেন। এবার প্যারিস অলিম্পিক্সে পদক জিতে এম সি মেরি কম ও লাভলিনা বর্গোহাইনের নজির স্পর্শ করার লক্ষ্যে প্রীতি। গত বছর এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন এই তরুণী। তিনি বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপেও ভালো পারফরম্যান্স দেখান। এবার অলিম্পিক্সেও পদক জয়ের লক্ষ্যে প্রীতি।

প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে একাধিক পদকের লক্ষ্যে ভারত

এবারের অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে একাধিক পদকের আশায় ভারত। ৫০ কেজি বিভাগে লড়াই করছেন নিখাত জারিন। ৭৫ কেজি বিভাগে ফের পদকের লক্ষ্যে লাভলিনা। ৫৭ কেজি বিভাগে লড়াই করছেন জেসমিন লাম্বোরিয়া। পুরুষদের ৭১ কেজি বিভাগে লড়াই করছেন নিশান্ত দেব। ৫১ কেজি বিভাগে লড়াই করছেন অমিত পাংহাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অল্পের জন্য প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ, হতাশ শ্যুটার সরবজ্যোত সিং

শ্যুটিংয়ে হতাশ করলেন রমিতা, ইলাভেনিলরা, ১০ মিটার এয়ার মিক্সড রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

দারুণ লড়াই করেও রোয়িংয়ের হিটে চতুর্থ, রিপেচেজ রাউন্ডে বলরাজ পানওয়ার