প্যারিস অলিম্পিক্সে তৃতীয় সোনা, নতুন নজির মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের

Published : Aug 03, 2024, 09:34 PM ISTUpdated : Aug 03, 2024, 10:37 PM IST
Simone Biles

সংক্ষিপ্ত

২০১৬ সালে রিও অলিম্পিক্সে দীপা কর্মকারকে হারিয়ে সোনা জিতেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। প্যারিস অলিম্পিক্সেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই জিমন্যাস্ট।

শনিবার প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। অলিম্পিক্সে এই জিমন্যাস্টের সপ্তম সোনা জয় হয়ে গেল। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে প্রথমবার পদক জেতেন এই জিমন্যাস্ট। সেবার টিম ইভেন্ট, অলরাউন্ড ইভেন্ট, ভল্ট ইভেন্ট এবং ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সোনা জেতেন বাইলস। এবারের অলিম্পিক্সে টিম ইভেন্ট, অলরাউন্ড ইভেন্ট এবং ভল্ট ইভেন্টে সোনা জিতলেন এই জিমন্যাস্ট। অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টদের মধ্যে সবচেয়ে বেশি পদক জিতেছেন বাইলসই। তিনি টোকিও অলিম্পিক্সে টিম ইভেন্টে এবং ব্যালান্স বিম ইভেন্টে রুপো জেতেন। রিও অলিম্পিক্সেও ব্যালান্স বিম ইভেন্টে রুপো জেতেন এই জিমন্যাস্ট। অলিম্পিক্সে মোট ১০ বার পদক জিতেছেন এই জিমন্যাস্ট। চলতি অলিম্পিক্সে তৃতীয় সোনা জয়ের পর বাইলস বলেছেন, ‘আমি ভল্ট ভালোবাসি। কারণ, সারা বিশ্বে খুব বেশি মানুষ এই পর্যায়ে এটা করতে পারে না।’ শনিবার মহিলাদের ভল্ট ইভেন্টে বাইলসের চেয়ে পিছিয়ে থেকে রুপো জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। এই জিমন্যাস্ট চলতি অলিম্পিক্সে দ্বিতীয় এবং অলিম্পিক্সে মোট তৃতীয় পদক জিতলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট জেড কেরি ব্রোঞ্জ জিতলেন। তিনি অলিম্পিক্সে দ্বিতীয় পদক জিতলেন।

সব ইভেন্টেই সোনা জিতবেন বাইলস?

প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত সব ইভেন্টেই সোনা জিতেছেন বাইলস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট অলিম্পিক্সে দ্বিতীয়বার ভল্ট ইভেন্টে সোনা জিতলেন। অলিম্পিক্সে ৭ বার সোনা এবং ৩ বার রুপো জয়ের রেকর্ড জিতলেন এই জিমন্যাস্ট। প্যারিস অলিম্পিক্সে এখনও আরও ২ ইভেন্টে সোনা জয়ের লক্ষ্যে নামবেন বাইলস। সোমবার ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টের ফাইনালে নামবেন এই জিমন্যাস্ট। এই ২ ইভেন্টেও সোনা জিততে পারলে নতুন নজির গড়বেন বাইলস।

অসামান্য পারফরম্যান্স বাইলসের

জিমন্যাস্টিক্সের সব ইভেন্টেই সমান  দক্ষ বাইলস। তাঁর মতো সফল জিমন্যাস্ট খুব কমই আছেন। কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছেন এই মার্কিন জিমন্যাস্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সে নতুন ইতিহাসের অপেক্ষা, পদক থেকে এক ধাপ দূরে লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সে হতাশা, তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে পদক ছোঁয়া হল না ধীরাজ-অঙ্কিতার

শ্রীজেশের অসাধারণ গোলকিপিং, অলিম্পিক্সে পুরুষদের হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?