ভারতের অন্যতম সেরা কুস্তিগীর ভিনেশ ফোগট প্যারিস অলিম্পিক্সে রুপো পাবেন কি না, সে বিষয়ে শনিবারও কিছু জানা গেল না। রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।
প্যারিস অলিম্পিক্সের শেষ দিনই হয়তো ভিনেশ ফোগটের আর্জির বিষয়ে রায় দেবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। শনিবার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন রায় দিল না সিএএস। ২৪ ঘণ্টা সময় চেয়ে নেওয়া হল। রবিবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬টা নাগাদ রায় দিতে পারে সিএএস। ভারতীয় সময় অনুযায়ী যা রাত সাড়ে ৯টা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। বাড়তি ওজনের জন্য বাতিল হয়ে যাওয়ার বিরুদ্ধে সিএএস-এর দ্বারস্থ হয়েছেন ভিনেশ। তাঁর দাবি, মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালের আগে পর্যন্ত ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। এই কারণে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া উচিত। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও প্যারিস অলিম্পিক্স আয়োজক কমিটি অবশ্য ভিনেশকে রুপো দিতে নারাজ। তবে লড়াই চালিয়ে যাচ্ছে ভারতীয় শিবির। ভারতের আশা, ভিনেশের পক্ষেই রায় দেবে সিএএস। সেক্ষেত্রে প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বেড়ে হবে ৭।
রবিবার নির্ধারিত হবে ভিনেশের ভাগ্য
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের অ্যাড হক ডিভিশন ১১ অগাস্ট সন্ধে ৬টা পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। ভিনেশ ফোগট বনাম ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ও দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি মামলায় রায় দেওয়ার জন্য সময় নিলেন আরবিট্রেটর ড. অ্যানাবেল বেনেট। পরে এ বিষয়ে রায় দেওয়া হবে।’
রুপো পাওয়ার আশায় ভিনেশ
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্স ফাইনালের আগে বাতিল হয়ে যান ভিনেশ। তিনি ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু সামান্য ওজন কমাতে পারেননি। এই কারণেই তাঁকে বাতিল করে দেওয়া হয়। তবে এবার সিএএস-এর রায় তাঁর পক্ষে যাবে বলে আশায় ভিনেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আর্জি গ্রহণ করল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, রুপো পেতে পারেন ভিনেশ ফোগট
'আর লড়াইয়ের ক্ষমতা নেই' ক্ষমা চেয়ে অবসর ঘোষণা ভিনেশ ফোগাটের, বোমা ফাটালেন শশী থারুর
পদক হারানো ভিনেশ ফোগটকে সম্মান জানানোর জন্য অভিনব প্রস্তাব অভিষেকের, মানবে সরকার?