PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ

ভারতের জাতীয় হকি দলের অভিজ্ঞ গোলকিপার পি আর শ্রীজেশ ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আসছেন। এবারের অলিম্পিক্সেও দলের অন্যতম ভরসা এই গোলকিপার।

প্যাারিস অলিম্পিক্সের পরেই আন্তর্জাতিক হকি থেকে অবসর নিচ্ছেন ভারতের পুরুষ হকি দলের নির্ভরযোগ্য গোলকিপার পি আর শ্রীজেশ। সোশ্যাল মিডিয়া পোস্টে অবসরের কথা ঘোষণা করেছেন এই গোলকিপার। তিনি লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক হকিতে শেষ ধাপে দাঁড়িয়ে আছি। আমার হৃদয় কৃতজ্ঞতা ও ভাবনায় পূর্ণ হয়ে আছে। জি ভি রাজা স্পোর্টস স্কুল থেকে সাধারণভাবে হকি খেলা শুরু করে এই স্মরণীয় যাত্রা আমার জীবনের সংজ্ঞা। আমার জীবনের প্রতিটি ধাপই স্বপ্ন, দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা ও প্রিয়জনদের সাহায্যের দলিল।’ অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন শ্রীজেশ। তিনি এবারের অলিম্পিক্সে পদক জিতে আন্তর্জাতিক হকিকে বিদায় জানাতে পারলে অসাধারণ মুহূর্ত তৈরি হবে। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন এই গোলকিপার।

সাধারণ পরিবার থেকে উঠে এসে হকি কিংবদন্তি

Latest Videos

একেবারে সাধারণ পরিবারের সন্তান শ্রীজেশ। ছোটবেলা থেকে লড়াই করে তাঁকে বড় খেলোয়াড় হয়ে উঠতে হয়েছে। ছোটবেলার কথা স্মরণ করে শ্রীজেশ বলেছেন, ‘আমার এখনও মনে আছে, আমার প্রথম হকি কিট কিনে দেওয়ার জন্য আমাদের গরু বিক্রি করে দিয়েছিল বাবা। তাঁর আত্মত্যাগ আমার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি সাফল্য পাওয়ার জন্য আরও পরিশ্রম করতে শুরু করি, আরও বড় স্বপ্ন দেখতে শুরু করি। আমি প্রথম বিদেশ সফরে গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়। সেই সময় আমি যেমন অবাক হয়ে সবকিছু দেখছিলাম, তেমনই রোমাঞ্চিতও হয়ে উঠেছিলাম। সেই সময় আমার বয়স অল্প ছিল। বিদেশের মাটিতে স্বপ্নের পিছনে ধাওয়া করছিলাম।’

 

 

লন্ডন অলিম্পিক্সের পর ঘুরে দাঁড়ান শ্রীজেশ

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারতের পুরুষ হকি দল সব ম্যাচেই হেরে যায়। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান এই গোলকিপার। এবার কেরিয়ারের শেষ অলিম্পিক্সেও ভালো পারফরম্যান্স দেখানোই শ্রীজেশের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Paris Olympics 2024: অলিম্পিক্সের জন্য আইওএ-কে ৮.৫ কোটি টাকা সাহায্য বিসিসিআই-এর

Neeraj Chopra: চোট সেরে গিয়েছে, অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছেন, জানালেন নীরজ চোপড়ার কোচ

Olympics 2024: ১৯ মাসের মেয়েকে রেখে অলিম্পিক্সে যোগ দিচ্ছেন, পদক নিয়েই ফিরতে মরিয়া দীপিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury