Rafael Nadal: শেষ হচ্ছে বর্ণময় কেরিয়ার, পেশাদার টেনিস থেকে অবসরের ইঙ্গিত রাফায়েল নাদালের

এক দশকেরও বেশি সময় ধরে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের লড়াইয়ের সাক্ষী থেকেছে টেনিসের দুনিয়া। কয়েক বছর আগে অবসর নিয়েছে ফেডেরার। এবার নাদালও অবসর নিতে চলেছেন।

কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) খেলবেন। স্পেনকে অলিম্পিক্স পদক জেতানোর চেষ্টা করবেন। তবে আর হয়তো প্রিয় ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল (Rafael Nadal)। বাস্টাড ওপেনের ফাইনালে নুনো বর্জেসের কাছে হারের পর পেশাদার টেনিস থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন নাদাল। এই কিংবদন্তি বলেছেন, ‘আমার দল ও পরিবারকে বলছি, সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ জানাতে পারব না। গত কয়েক বছর ধরে আমার অবস্থা মোটেই সহজ ছিল না। তবে আমার সবচেয়ে খারাপ সময়েও দল ও পরিবার প্রতিদিন আমার পাশে থেকেছে। ওরা আমাকে সবরকমভাবে সাহায্য করেছে। সবসময় আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি অসাধারণ দর্শকদের সামনে খেলতে পারার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সারা সপ্তাহ ধরে আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই কোর্টে নিজেকে বিশেষ মনে হয়েছে। আপনারা কঠিন মুহূর্তে আমাকে লড়াই করার শক্তি দিয়েছেন। আমি জানি না আবার এখানে খেলার জন্য ফিরে আসব কি না। হয়তো আর এখানে খেলব না। তবে এখানে ফের খেলতে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আরও একবার এখানে খেলা উপভোগ করেছি। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।’

স্ট্রেট সেটে হার নাদালের

Latest Videos

রবিবার বাস্টাড ওপেন ফাইনালে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন নাদাল। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ৩-৬, ২-৬। এই হারের পরেই পেশাদার টেনিস থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন নাদাল। তিনি দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নিলেন। নাদাল হেরে গেলেও, তিনি দর্শকদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছেন।

নাদালের অবসরের ইঙ্গিতে টেনিসে শূন্যতা

রজার ফেডেরার ও নাদালের লড়াই টেনিসের ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায়। ফেডেরার আগেই সরে গিয়েছেন। এবার নাদালও অবসর নিলে টেনিসের আকর্ষণ অনেকটাই কমে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

খেলছেন না ফ্রেঞ্চ ওপেনে, ২০২৪ সালেই অবসর নিতে পারেন রাফায়েল নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রাফায়েল নাদাল

হল না ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নপূরণ, চোট নিয়ে উইম্বলডনকে বিদায় জানালেন নাদাল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee