অলিম্পিক্সে টানা তৃতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে প্যারিসে গিয়েছিলেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। কিন্তু এবার আর তাঁর পক্ষে পদক জয় সম্ভব হল না।
পি ভি সিন্ধুর বয়স এখন ২৯ বছর। ৪ বছর পর ২০২৮ সালে যখন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স হবে, সেই সময় এই ব্যাডমিন্টন তারকার বয়স হবে ৩৩ বছর। সেই সময় কি সিন্ধুর পক্ষে সর্বোচ্চ পর্যায়ের ব্যাডমিন্টন খেলা সম্ভব হবে? এই শাটলার অবশ্য হাল ছাড়তে নারাজ। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্টে সিন্ধু লিখেছেন, ‘ভবিষ্যতের ব্যাপারে আমি স্পষ্ট করে দিতে চাই। আমি খেলা চালিয়ে যাব। তবে ছোট বিরতি নেওয়ার পর আমি খেলায় ফিরব। আমার শরীরের, আরও বেশি করে আমার মনের জন্য বিরতি দরকার। তবে আমি ভবিষ্যতের যাত্রাপথের পরিকল্পনা ভালোভাবেই করছি। আমি যে খেলা এত ভালোবাসি, সেই খেলায় আরও আনন্দ খুঁজে পাচ্ছি।’
অলিম্পিক্স থেকে বিদায়ে হতাশ সিন্ধু
প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় প্রসঙ্গে সিন্ধু বলেছেন, ‘প্যারিস ২০২৪: খুব সুন্দর যাত্রা কিন্তু কঠিন হার। এটা আমার কেরিয়ারের অন্যতম কঠিন হার। এই হার মেনে নিতে আমার সময় লাগবে। তবে জীবন এগিয়ে চলে। আমি জানি, এই হার মেনে নিতে পারব। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনই একটা লড়াই ছিল। গত ২ বছরে বেশিরভাগ সময়ই চোটের জন্য আমি কোর্টের বাইরে থাকতে বাধ্য হয়েছিলাম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও এখানে আসা এবং তৃতীয়বার অলিম্পিক্সে আমার সুন্দর দেশের প্রতিনিধিত্ব করা বিশেষ অনুভূতি।’
অনুরাগীদের ধন্যবাদ সিন্ধুর
পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে সিন্ধু বলেছেন, ‘এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার জন্য আমি নিজেকে অবিশ্বাস্য সৌভাগ্যবান মনে করি। আআরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমি একটা প্রজন্মকে অনুপ্রাণিত করতে পেরেছি। এই সময়ে আপনাদের বার্তা আমাকে স্বস্তি দিয়েছে। আমার দলের সবাই ও আমি প্যারিস অলিম্পিক্সের জন্য সর্বস্ব দিয়েছি। কোর্টে সবরকমভাবে চেষ্টা করার পরেও বিদায় নেওয়ায় কোনও আক্ষেপ নেই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্রণয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয়, প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন
আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ, অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হার সাত্বিক-চিরাগের
পদক জয়ের স্বপ্ন শেষ, প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের