সংক্ষিপ্ত
পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েই এবারের অলিম্পিক্সে যোগ দিতে গিয়েছিলেন বক্সার নিখাত জারিন। কিন্তু প্যারিস থেকে হতাশ হয়ে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে।
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন। সারা ভারত তাঁর দিকে তাকিয়েছিল। কিন্তু হতাশ করলেন বক্সার নিখাত জারিন। বৃহস্পতিবার মহিলাদের ৫০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন নিখাত। এদিন চিনের বক্সার উ ইউয়ের বিরুদ্ধে লড়াই করতে পারলেন না নিখাত।একপেশে ম্যাচে সহজ জয় পেলেন চিনা বক্সার। প্রথম রাউন্ডে জার্মানির বক্সার ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে জয় পান নিখাত। কিন্তু এরপর আর ছন্দ ধরে রাখতে পারলেন না এই বক্সার। নিখাতের বিদায়ে সারা দেশ হতাশ। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই বক্সার এবারের অলিম্পিক্সে পদক জিতবেন বলে আশায় ছিল ক্রীড়ামহল। কিন্তু সবাইকে হতাশ করলেন নিখাত। শীর্ষবাছাই চিনা বক্সারের বিরুদ্ধে লড়াই সহজ ছিল না। কিন্তু ২ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা নিখাত যে এভাবে বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করবেন, সেটা ভাবা যায়নি।
হতাশাজনক পারফরম্যান্স নিখাতের
বৃহস্পতিবার চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম ২ রাউন্ডেই পিছিয়ে পড়েন নিখাত। তবে সব বিচারকই চিনা বক্সারকে এগিয়ে রাখেননি। কিন্তু চূড়ান্ত রাউন্ডে সব বিচারকই ইউকে এগিয়ে রাখেন। ফলে হতাশাজনকভাবেই নিখাতের অলিম্পিক্স অভিযান শেষ হল। এই ভারতীয় বক্সার তাঁর প্রতিপক্ষের চেয়ে উচ্চতায় এগিয়ে থাকলেও, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। নিখাতের পাঞ্চ দারুণভাবে সামাল দিলেন ইউ। তিনি পাল্টা আক্রমণে নিখাতকে চাপে ফেলে দেন। প্রথম রাউন্ডে বাই পান ইউ। জার্মান প্রতিপক্ষের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পান নিখাত। কিন্তু এদিন তিনি সেই দাপট দেখাতে পারলেন না।
পদক জয়ের লক্ষ্যে লাভলিনা
প্যারিস অলিম্পিক্সে ভারতীয় বক্সারদের মধ্যে পদক জয়ের লড়াইয়ে আছেন শুধু লাভলিনা বর্গোহাইন ও নিশান্ত দেব। এই দুই বক্সারই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। পরের ম্যাচে জিতলেই পদক জিতবেন লাভলিনা ও নিশান্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে স্বপ্নিল কুশালের ইতিহাস, তৃতীয় পদক ভারতের
পুরুষদের ব্যাডমিন্টনে জমজমাট লড়াই, প্রি-কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর মুখোমুখি প্রণয়
লড়াই করেও হার, ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় মানিকা বাত্রার