Abhinav Bindra: অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড, অভিনব বিন্দ্রাকে সম্মান আইওসি-র

Published : Jul 22, 2024, 09:43 PM ISTUpdated : Jul 22, 2024, 10:33 PM IST
Abhinav Bindra

সংক্ষিপ্ত

প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির গড়েন শ্যুটার অভিনব বিন্দ্রা। এবারের অলিম্পিক্স শুরু হওয়ার আগে তাঁকে বিশেষ সম্মান জানাল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

সোমবার প্রাক্তন শ্যুটার অভিনব বিন্দ্রাকে অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানাল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। অলিম্পিক আন্দোলনে বিশেষ অবদানের জন্য অভিনবকে সর্বোচ্চ সম্মান জানাল আইওসি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন। অভিনব এই বিশেষ সম্মান পাওয়ায় খুশি ক্রীড়ামন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'অলিম্পিক আন্দোলনে বিশেষ অবদানের জন্য অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড পাওয়ায় অভিনব বিন্দ্রাকে অভিনন্দন। তাঁর এই সাফল্য আমাদের গর্বিত করে তুলেছে। যোগ্য ব্যক্তি হিসেবেই উনি এই সম্মান পেলেন। শুধু তাঁর নামই আগামী প্রজন্মের শ্যুটার ও অলিম্পিয়ানদের অনুপ্রাণিত করবে।' ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। পেশাদার শ্যুটিং থেকে অবসর নেওয়ার পর তরুণ ক্রীড়াবিদদের সাহায্য করে চলেছেন অভিনব। তিনি সক্রিয়ভাবে খেলার সঙ্গে যুক্ত। এই কারণেই তাঁকে বিশেষ সম্মান জানাল আইওসি। এই বিশেষ সম্মান পাওয়ার পর আরও কাজ করার বিষয়ে অনুপ্রাণিত হতে পারেন।

বিশেষ সম্মান অলিম্পিক অর্ডার

অলিম্পিক অর্ডারের তিনটি ধাপ আছে- গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। রাষ্ট্রনেতা ও বিশেষ সাফল্য পাওয়া ব্যক্তিদের জন্য সংরক্ষিত গোল্ড অর্ডার। যাঁরা অলিম্পিক অর্ডার পান, তাঁদের অলিম্পিকের পাঁচটি রিং দেওয়া কলার বা চেন, কটিনস এমব্লেম ও অলিভ পাতা দিয়ে সম্মান জানানো হয়। এছাড়া ল্যাপেল ব্যাজও দেওয়া হয়। সাধারণত অলিম্পিক্সের শেষ দিন আয়োজক কমিটির প্রধানকে অলিম্পিক অর্ডার দিয়ে সম্মান জানানো হয়। কিংবদন্তি নাদিয়া কোমানেচি ২ বার অলিম্পিক অর্ডার পেয়েছেন। কার্লোস আর্থার নাজম্যান, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো বরেণ্য দেশনায়করাও এই সম্মান পেয়েছেন।

 

 

২৬ জুলাই শুরু অলিম্পিক্স

২৬ জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। সারা বিশ্বের অ্যাথলিটরাও প্রস্তুতিতে ব্যস্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ

Paris Olympics 2024: অলিম্পিক্সের জন্য আইওএ-কে ৮.৫ কোটি টাকা সাহায্য বিসিসিআই-এর

Neeraj Chopra: চোট সেরে গিয়েছে, অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছেন, জানালেন নীরজ চোপড়ার কোচ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত