অলিম্পিক্সে ১০০ মিটার ফাইনালে নোয়ার সঙ্গে একই সময়ে দৌড় শেষ করেও কেন রুপো পেলেন থম্পসন?

Published : Aug 05, 2024, 01:05 PM ISTUpdated : Aug 05, 2024, 01:41 PM IST
Kishane Thompson

সংক্ষিপ্ত

অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ের দিকে তাকিয়ে থাকে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। প্যারিস অলিম্পিক্সেও এর ব্যতিক্রম হয়নি। পুরুষ ও মহিলাদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে।

দুই অ্যাথলিটই ৯.৭৯ সেকেন্ড সময়ে প্যারিস অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ের ফাইনাল শেষ করেছেন। কিন্তু তা সত্ত্বেও জামাইকার অ্যাথলিট কিশেন থম্পসনকে হারিয়ে সোনা জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। ৯৯ মিটার পর্যন্ত নোয়ার চেয়ে এগিয়েছিলেন থম্পসন। কিন্তু শেষমুহূর্তে তাঁকে ধরে ফেলেন নোয়া। তাঁরা একই সময়ে দৌড় শেষ করেন। কিন্তু থম্পসনের আগে দড়ি ছোঁয় নোয়ার ভেস্ট। এই কারণেই তিনি সোনা জিতলেন। ২০ বছর পর অলিম্পিক্সে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন কোনও মার্কিন অ্যাথলিট। ২০০৪ সালে সোনা জিতেছিলেন জাস্টিন গ্যাটলিন। তাঁর নজির স্পর্শ করলেন নোয়া। দুই অ্যাথলিট একই সময়ে দৌড় শেষ করার ফলে সোনা ও রুপো জয়ী অ্যাথলিট নির্ধারণ করতে দেরি হয়। রিপ্লে দেখে জয়ী নির্ধারণ করা হয়।

অলিম্পিক্সে সোনা জিতে উচ্ছ্বসিত নোয়া

ব্যক্তিগত সেরা সময় করে প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর নোয়া বলেছেন, ‘আমি এটাই চাইছিলাম। কঠিন লড়াই ছিল। প্রতিপক্ষরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সবাই সুস্থ ছিল। সবাই লড়াই করার জন্য তৈরি হয়ে এসেছিল। আমি যে সবার চেয়ে এগিয়ে, সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। সব নেকড়ের মধ্যে যে আমি সেরা নেকড়ে, সেটা প্রমাণ করে দিলাম। দৌড় শেষ করার পর আমি কিশেনের দিকে এগিয়ে গিয়ে ওকে বলি, ভাই, সত্যি বলছি, তুমি জিততে পারতে। আমি ধরেই নিয়েছিলাম, সোনাজয়ী হিসেবে ওর নাম ঘোষণা করা হবে। কিন্তু যখন আমার নাম ঘোষণা করা হল, তখন অবিশ্বাস্য মনে হচ্ছিল।’

প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়েই সোনা জয় নোয়ার

এবারই প্রথম অলিম্পিক্সে যোগ দেন নোয়া। প্রথমবারেই সোনা জিতলেন এই অ্যাথলিট। নোয়া জানিয়েছেন, তাঁর প্রিয় ইভেন্ট ২০০ মিটার দৌড়। তবে ১০০ মিটার দৌড়ে সোনা জিতে তিনি খুশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চশমা না পরেই শ্যুটিংয়ে তুরস্কের তারকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০১১ সালের ভিডিও

কার্লোস আলকারাজকে হারিয়ে অলিম্পিক্সে প্রথম সোনা জয়, নতুন ইতিহাস নোভাক জকোভিচের

উত্থিত পুরুষাঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল পোল, ফাইনালে উঠতে ব্যর্থ ফরাসি তারকা, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত