চশমা না পরেই শ্যুটিংয়ে তুরস্কের তারকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০১১ সালের ভিডিও

প্যারিস অলিম্পিক্সের অন্যতম তারকা তুরস্কের শ্যুটার ইউসুফ দিকেচ। তাঁর সাদামাঠা ভঙ্গিতে শ্যুটিং করেই পদক জেতা নিয়ে সারা বিশ্ব মাতোয়ারা।

প্যারিস অলিম্পিক্সে সাধারণ চশমা পরে এক হাত ট্রাউজার্সের পকেটে রেখে অনায়াস ভঙ্গিতে শ্যুটিংয়ে লড়াই করে রুপো জিতেছেন তুরস্কর শ্যুটার ইউসুফ দিকেচ। সারা বিশ্ব এই শ্যুটারকে নিয়ে মাতোয়ারা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ১৩ বছরের পুরনো এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চশমাও পরার দরকার হয়নি ইউসুফের। খালি চোখেই সাধারণ ভঙ্গিতে শ্যুটিংয়ের ইভেন্টে লড়াই করছেন তিনি। চশমা নেই, কানের সুরক্ষার জন্যও কোনও ব্যবস্থা নেই। তা সত্ত্বেও সেবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ইউসুফ। ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করা হয়েছে। ক্রীড়াপ্রেমীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত।

প্যারিস অলিম্পিক্সের নায়ক ইউসুফ

Latest Videos

প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে রুপো জিতেছেন ইউসুফ। তিনি প্রথমবার অলিম্পিক্সে পদক পেলেন। অলিম্পিক্সে দ্বিতীয় পদক জেতে তুরস্ক। অতীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেলেও, এতদিন অলিম্পিক্সে পদক পাননি ইউসুফ। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে প্রথমবার যোগ দেন এই শ্যুটার। সেই সময় তাঁর বয়স ছিল ৩৫ বছর। এরপর ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সেও যোগ দেন ইউসুফ। সেবার পুরুষদের ৫০ মিটার ফ্রি পিস্তল ইভেন্টে লড়াই করে ১৩-তম স্থানে থাকেন এই শ্যুটার। ২০১৬ সালে রিও অলিম্পিক্স এবং টোকিও অলিম্পিক্সেও যোগ দেন ইউসুফ। তবে প্যারিস অলিম্পিক্সের আগে পর্যন্ত প্রথম ১০ জনের মধ্যেও থাকতে পারেননি এই শ্যুটার। এবারই প্রথম পদক তালিকায় জায়গা পেলেন তিনি।

 

 

২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইউসুফ

৭ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন ইউসুফ। ২০১৪ সালে ২ বার বিশ্ব চ্যাম্পিয়শিপও জেতেন এই শ্যুটার। সেবার তিনি পুরুষদের ২৫ মিটার সেন্টারফায়ার পিস্তল এবং পুরুষদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে চ্যাম্পিয়ন হন ইউসুফ। এবার তাঁর অলিম্পিক্স পদক জয়ও হয়ে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কার্লোস আলকারাজকে হারিয়ে অলিম্পিক্সে প্রথম সোনা জয়, নতুন ইতিহাস নোভাক জকোভিচের

উত্থিত পুরুষাঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল পোল, ফাইনালে উঠতে ব্যর্থ ফরাসি তারকা, ভাইরাল ভিডিও

মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, সেন্ট লুসিয়াকে প্রথম অলিম্পিক্স পদক জেতালেন জুলিয়েন আলফ্রেড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News