সংক্ষিপ্ত
অলিম্পিক্সে অন্যতম আকর্ষণীয় ইভেন্ট পোল ভল্ট। কিন্তু এবারের অলিম্পিক্সে পোল ভল্ট ইভেন্টে যে ঘটনা দেখা গেল, তা অতীতে খুব বেশি দেখা যায়নি। সারা বিশ্বে এই ঘটনা নিয়ে হাসিঠাট্টা চলছে।
পুরুষাঙ্গের কারণে প্যারিস অলিম্পিক্সে পোল ভল্টের ফাইনালে পৌঁছতে পারলেন না ফরাসি অ্যাথলিট অ্যান্টনি অ্যামিরাতি! পড়ে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটেছে। উত্থিত পুরুষাঙ্গে লেগে পোল পড়ে যাওয়ায় ছিটকে গিয়েছেন এই ফরাসি অ্যাথলিট। ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে ৫.৭০ মিটারের গণ্ডি পেরোতে হত তাঁকে। কিন্তু ৩ বারের চেষ্টাতেও সফল হতে পারেননি এই অ্যাথলিট। তাঁর উত্থিত পুরুষাঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল পোল। ফাইনালে পৌঁছতে হলে প্রথম ১২ জনের মধ্যে থাকতেই হত অ্যামিরাতিকে। কিন্তু ৩১ জনের মধ্যে ১৫ নম্বরে শেষ করে এই অ্যাথলিট। ফলে তাঁর পক্ষে ফাইনালে পৌঁছনো সম্ভব হল না। তাঁর বিড়ম্বনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারা বিশ্বে এই ঘটনা নিয়ে রসিকতা শুরু হয়েছে।
অলিম্পিক্স চ্যাম্পিয়নের চেয়েও জনপ্রিয় অ্যামিরাতি
প্যারিস অলিম্পিক্সে পোল ভল্টে যাঁরা ভালো পারফরম্যান্স দেখালেন, তাঁদের সবার চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন অ্যামিরাতি। তাঁকে নিয়ে এখন ক্রীড়া দুনিয়ায় জোরদার আলোচনা চলছে। ইনস্টাগ্রামে এই অ্যাথলিটের ফলোয়ার সংখ্যা রাতারাতি অনেক বেড়ে গিয়েছে। অনেকেই এই ঘটনা নিয়ে হাসিঠাট্টা চলছে। ২০২২ সালে বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন অ্যামিরাতি। কিন্তু তাঁর পক্ষে এবারের অলিম্পিক্সে পদক জেতা সম্ভব হল না। নিজের দেশে দর্শকদের সমর্থন পুঁজি করে চেনা পরিবেশ-পরিস্থিতিতে পদক জয়ের আশায় ছিলেন এই অ্যাথলিট। কিন্তু তিনি বিড়ম্বনায় পড়লেন।
৮ বছর পর অলিম্পিক্সে বিড়ম্বনা
২০১৬ সালে রিও অলিম্পিক্সে জাপানের অ্যাথলিট হিরোকি ওগিতাও অ্যামিরাতির মতোই বিড়ম্বনায় পড়েন। তাঁর দণ্ডায়মান পুরুষাঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় পোল। ৮ বছর পর অলিম্পিক্সে একই ঘটনা দেখা গেল। অ্যামিরাতি এই ঘটনায় হতাশ হলেও, অনেকেই তাঁকে নিয়ে মজা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, সেন্ট লুসিয়াকে প্রথম অলিম্পিক্স পদক জেতালেন জুলিয়েন আলফ্রেড
৪ বার রেকর্ড গড়ে সোনা! প্যারিস অলিম্পিক্সে অনন্য নজির ফরাসি সাঁতারুর
প্যারিস অলিম্পিক্সে তৃতীয় সোনা, নতুন নজির মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের