প্যারিস অলিম্পিক্সে ভারতের যে ৬ পদক এসেছে, তার অন্যতম কুস্তিগীর আমন সেহরাওয়াতের ব্রোঞ্জ। ২০০৮ থেকে অলিম্পিক্সে কুস্তিতে টানা পদক জিতে আসছে ভারত। এবারও এর ব্যতিক্রম হল না।
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর আমন সেহরাওয়াতের পদোন্নতি হল। ২১ বছর বয়সি এই কুস্তিগীর ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের রেকর্ড গড়েছেন। এই সাফল্যের পর উত্তর রেলের পক্ষ থেকে আমনের পদোন্নতির কথা ঘোষণা করা হয়েছে। এখন থেকে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কাজ করবেন আমন। অলিম্পিক্সে পদক জয়ের জন্য তাঁকে বিশেষ সম্মান জানাল রেল। এক প্রেস বিবৃতিতে উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু উপাধ্যায় জানিয়েছেন, ‘উত্তর রেলের সদর দফতরে এক বৈঠকে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের জন্য অলিম্পিয়ান আমন সেহরাওয়াতকে সংবর্ধনা জানান জেনারেল ম্যানেজার শোভন চৌধুরী। এই অনুষ্ঠানেই উত্তর রেলের প্রিন্সিপ্যাল চিফ পার্সোনেল অফিসার সুজিৎ কুমার মিশ্র ঘোষণা করেছেন, অলিম্পিক্সে পদক জয়ের জন্য আমন সেহরাওয়াতকে পদোন্নতি দেওয়া হচ্ছে। তাঁকে অফিসার অন স্পেশাল ডিউটি (স্পোর্টস) হিসেবে নিয়োগ করা হল।’
আমনের প্রশংসায় রেল
উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরও জানিয়েছেন, ‘ভারতের ফ্রিস্টাইল কুস্তিগীর আমন সেহরাওয়াত প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে সারা দেশকে গর্বিত করে তুলেছেন। তিনি দেশকে সম্মান এনে দিয়েছেন। তাঁর নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও উদ্যম লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।’
শ্যুটার স্বপ্নিল কুশালেরও পদোন্নতি
প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে। তিনিও রেলে পদোন্নতি পেয়েছেন। এর আগে রেলে টিটিই হিসেবে কর্মরত ছিলেন স্বপ্নিল। এবার পদোন্নতি পেয়ে অফিসার অন স্পেশাল ডিউটি হলেন এই শ্যুটার। প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন স্বপ্নিল। রেলে পদোন্নতি পাওয়ার পর ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে স্বপ্নিল। অলিম্পিক্সে সাফল্য পাওয়ার জন্য তাঁর প্রশংসা করেছেন রেলের কর্তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পুরুষদের কুস্তিতে আমন সেহরাওয়াতের ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতের ষষ্ঠ পদক
প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে স্বপ্নিল কুশালের ইতিহাস, তৃতীয় পদক ভারতের
'২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন ভারতের স্বপ্ন,' স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর