সংক্ষিপ্ত
রিও, টোকিও অলিম্পিক্সে হতাশ করেছিলেন ভারতের শ্যুটাররা। এবার প্যারিসে তাঁরা সেই আফশোস সুদে-আসলে মিটিয়ে নিচ্ছেন। শ্যুটারদের সৌজন্যেই একের পর এক পদক আসছে।
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক পেল ভারত। এই পদকও এল শ্যুটিংয়ে। প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ৫০ মিটার রাইফেল থ্রি পি ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন স্বপ্নিল কুশালে। ৪৫১.৪ স্কোর করে পদক জিতলেন স্বপ্নিল। এই ইভেন্টে সোনা জিতলেন চিনের ইউকুন লিউ এবং রুপো জিতলেন ইউক্রেনের সেরহি কালিশ। প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত শ্যুটিংয়ে তিনটি পদকই ব্রোঞ্জ। এরপর সোনা ও রুপো এলে পদক তালিকায় উপরের দিকে উঠতে পারবে ভারত। এই গেমসে এখনও ১০ দিন বাকি। বৃহস্পতিবার শুরু হল ট্র্যাক অ্যান্ড ফিল্ড। ফলে ভারতের পদক সংখ্যা বৃদ্ধির আশা উজ্জ্বল।
প্যারিসে ইতিহাস স্বপ্নিলের
এবারের অলিম্পিক্সে সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় স্বপ্নিলের নাম ছিল না। কেউই বোধহয় আশা করেননি এই শ্যুটার পদক জিতবেন। কিন্তু বৃহস্পতিবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দেশকে গর্বিত করলেন স্বপ্নিল। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার শ্যুটিং থেকে তিনটি পদক পেল ভারত। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া পদক এসেছিল। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন মনু ভাকের, সরবজ্যোত সিং, স্বপ্নিলরা। ফলে উচ্ছ্বসিত ভারতীয় শিবির। এবার ব্যাডমিন্টন, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টেও একাধিক পদক আসবে বলে আশায় সারা দেশ।
অসাধারণ প্রত্যাবর্তন স্বপ্নিলের
এদিন নিলিং স্টেজে ১৫৩.৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে ছিলেন স্বপ্নিল। এরপর প্রোন স্টেজে ৩১০.১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে উঠে আসেন এই শ্যুটার। এরপর ৫ শটে ৫১.১ স্কোর করে চতুর্থ স্থানে উঠে আসেন স্বপ্নিল। এখান থেকে আর তিনি খালি হাতে ফেরেননি। পুণে রেলওয়ে ডিভিশনে টিটিই হিসেবে কর্মরত স্বপ্নিল। ছোটবেলা থেকেই শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত স্বপ্নিল। এবার কেরিয়ারের সেরা সাফল্য পেলেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পুরুষদের ব্যাডমিন্টনে জমজমাট লড়াই, প্রি-কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর মুখোমুখি প্রণয়
বৃহস্পতিবার শুরু ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, কবে লড়াইয়ে নামছেন নীরজ চোপড়া?
লড়াই করেও হার, ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় মানিকা বাত্রার