বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্সে পদক জয়ের আশা শেষ নিশান্ত দেবের

Published : Aug 04, 2024, 02:34 AM ISTUpdated : Aug 04, 2024, 02:57 AM IST
Nishant Dev

সংক্ষিপ্ত

চলতি অলিম্পিক্সে এখনও পর্যন্ত শ্যুটিং ছাড়া কোনও ইভেন্টে পদক পায়নি ভারত। শনিবারও পদকহীন দিন কাটল ভারতীয় অ্যাথলিটদের। তবে চলতি অলিম্পিক্সে এখনও কয়েকদিন বাকি। ফলে ভারতের পদক সংখ্যা বাড়তে পারে।

শনিবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের বক্সিংয়ের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন নিশান্ত দেব। দ্বিতীয় বাছাই মেক্সিকোর বক্সার মার্কো আলোন্সোর কাছে হেরে গেলেন নিশান্ত। তিনি দারুণ লড়াই করেও সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেই পদক জয় নিশ্চিত হয়ে যেত এই ভারতীয় বক্সারের। কিন্তু জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হলেন নিশান্ত। বিচারকদের সিদ্ধান্তে তাঁকে ছিটকে যেতে হল। সব বিচারক অবশ্য একতম হতে পারেননি। তবে বেশিরভাগ বিচারকই মেক্সিকোর বক্সারের পক্ষে রায় দেওয়ায় হেরে গেলেন নিশান্ত। এই বক্সার হেরে যাওয়ায় হতাশাজনকভাবেই দিন শেষ করল ভারতীয় শিবির।

ভালো শুরু করেও হার নিশান্তের

দ্বিতীয় বাছাই আলোন্সোর বিরুদ্ধে নিশান্তের লড়াই সহজ ছিল না। তবে আক্রমণাত্মক ভঙ্গিতেই লড়াই শুরু করেন এই ভারতীয় বক্সার। প্রথম রাউন্ডে দুর্দান্ত লড়াই করেন তিনি। আলোন্সোও আক্রমণের চেষ্টা করেন। কিন্তু তাঁর একাধিক পাঞ্চ এড়িয়ে যান নিশান্ত। তিনি পাল্টা আক্রমণ করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। ৪-০ ফলে প্রথম রাউন্ডে জয় পান নিশান্ত। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ম্যাচে ফেরেন আলোন্সো। তিনি ২-৩ ফলে এই রাউন্ডে জয় পান। নির্ণায়ক তৃতীয় রাউন্ডেও দুর্দান্ত লড়াই হয়। কিন্তু নিশান্তকে টেক্কা দেন আলোন্সো। একজন বিচারক নিশান্তের পক্ষে ২৯-২৮ পয়েন্ট দেন। কিন্তু বাকি চারজন বিচারক আলোন্সোকে ২৯-২৮ এগিয়ে রাখেন। ফলে ছিটকে যেতে হল নিশান্তকে।

হেরে গেলেও স্মরণীয় লড়াই নিশান্তের

২৩ বছর বয়সি বক্সার নিশান্ত প্যারিস অলিম্পিক্সে অসাধারণ লড়াই করলেন। অল্পের জন্য পদক জিততে না পারলেও, তাঁর লড়াই স্মরণীয় হয়ে থাকল। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফের পদক জয়ের লক্ষ্যে লড়াই করবেন এই বক্সার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কোয়ার্টার ফাইনালে হার, এবারের অলিম্পিক্স থেকেও খালি হাতে বিদায় দীপিকার

প্যারিস অলিম্পিক্সে নতুন ইতিহাসের অপেক্ষা, পদক থেকে এক ধাপ দূরে লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সে হতাশা, তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে পদক ছোঁয়া হল না ধীরাজ-অঙ্কিতার

PREV
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে