মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, সেন্ট লুসিয়াকে প্রথম অলিম্পিক্স পদক জেতালেন জুলিয়েন আলফ্রেড

Published : Aug 04, 2024, 01:34 AM ISTUpdated : Aug 04, 2024, 02:06 AM IST
Julien Alfred

সংক্ষিপ্ত

অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ই সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। চলতি প্যারিস অলিম্পিক্সেও পুরুষ ও মহিলাদের ১০০ মিটার দৌড়ের দিকে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের নজর রয়েছে।

শনিবার প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন সেন্ট লুসিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট জুলিয়েন আলফ্রেড। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন জুলিয়েন। তিনি ১০.৭২ সেকেন্ড সময় করে সোনা জিতলেন। এটাই অলিম্পিক্সে সেন্ট লুসিয়ার প্রথম পদক। ১০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস গড়লেন জুলিয়েন। তিনি সেন্ট লুসিয়ার জাতীয় রেকর্ডও গড়লেন। বাকিদের চেয়ে অনেক এগিয়ে থেকে সোনা জিতলেন জুলিয়েন। ১০.৮৭ সেকেন্ড সময় করে রুপো জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলিট শা'ক্যারি রিচার্ডসন। ১০.৯২ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই মেলিসা জেফারসন। স্তাদ ডে ফ্রান্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ের ফাইনালে প্রভাব ফেলে বৃষ্টি। এরই মধ্যে দাপট দেখালেন সেন্ট লুসিয়ার অ্যাথলিট।

জলের মধ্যেই দুরন্ত দৌড় জুলিয়েনের

বৃষ্টির মধ্যে স্তাদ ডে ফ্রান্সের ট্র্যাকে জল জমে গিয়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন শা'ক্যারির বাঁ দিকে এক লেন পরেই ছিলেন জুলিয়েন। তিনি অসাধারণ ভঙ্গিতে দৌড় শুরু করেন। ফলে শা'ক্যারি আর সেন্ট লুসিয়ার এই অ্যাথলিটকে ধরতে পারেননি। বিশ্বচ্যাম্পিয়নের চেয়ে ০.১৫ সেকেন্ড কম সময় নিয়ে দৌড় শেষ করেন জুলিয়েন। টোকিও অলিম্পিক্সের আগে মাদক সেবন করার দায়ে ধরা পড়ায় লড়াই করতে পারেননি শা'ক্যারি। এবারই প্রথম অলিম্পিক্সে যোগ দিলেন এই অ্যাথলিট। তিনিই সোনা জেতার প্রধান দাবিদার ছিলেন। সারা বিশ্ব ধরে নিয়েছিল, এবার অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলিটই। কিন্তু সবাইকে চমকে দিলেন জুলিয়েন।

সেমি-ফাইনালের আগেই সরলেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ের সেমি-ফাইনালের আগেই সরে যান জামাইকার অ্যাথলিট শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। ফলে ফাইনালে ফেভারিট হিসেবেই নামেন জুলিয়েন। তিনিই সোনা জিতলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লিঙ্গ-বিতর্কের মধ্যেই ফের জয়, অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে আলজেরিয়ার হয়ে প্রথম পদক জয় ইমানে খেলিফের

প্যারিস অলিম্পিক্সে তৃতীয় সোনা, নতুন নজির মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের

৪ বার রেকর্ড গড়ে সোনা! প্যারিস অলিম্পিক্সে অনন্য নজির ফরাসি সাঁতারুর

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?